ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

বিশ্বকাপেই ফেরার লক্ষ্য স্থির করেছেন কামিন্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৫ আগস্ট ২০২৩   আপডেট: ১২:১২, ১৫ আগস্ট ২০২৩
বিশ্বকাপেই ফেরার লক্ষ্য স্থির করেছেন কামিন্স

প্যাট কামিন্স । ফাইল ছবি

অ্যাশেজের শেষ ম্যাচে হাতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাতে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই পেসারকে। ধারণা করা হচ্ছিলো, বিশ্বকাপেও ফেরা হচ্ছে না তার। তবে সব শঙ্কা দূর করে দিয়েছেন কামিন্স। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপেই ফেরার লক্ষ্য স্থির করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

বিশ্বকাপে ফেরার অংশ হিসেবে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিজেকে প্রস্তুত করতে চান কামিন্স। এ বিষয়ে কামিন্স বলেন, ‘ভারতের বিপক্ষে ফেরাটা খুব খারাপ হবে না। পায়ের যা অবস্থা, তাতে দক্ষিণ আফ্রিকায়ও যেতে পারবো। বিশ্বকাপের আগে সম্ভবত আরও কয়েকটি ওয়ানডে খেললে ঠিক হয়ে যাবো।’

যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে কামিন্স খেলতে না পারেন তবে তার বিকল্প অধিনায়ক হিসেবে মিচেল মার্শকে চান। কামিন্স আরও বলেন, ‘ওয়ানডের অধিনায়কত্ব আমরা কিছুটা ভাগ করে নিয়েছি। আমাদের কাছে কয়েকটি বিকল্পও আছে। মিচেল সম্ভবত এগিয়ে আছে।’

আরো পড়ুন:

উল্লেখ্য, গেল বছর অ্যারন ফিঞ্চ দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের দায়িত্ব পান কামিন্স। তবে ইনজুরির কারণে ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পেরেছেন এই পেসার।

বিজয়/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়