ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

‘সত্যিই কি এত কম গতি আমাদের’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:৩২, ১২ জানুয়ারি ২০২৪
‘সত্যিই কি এত কম গতি আমাদের’

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের পেসারদের গতি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তিন ম্যাচের সিরিজে সব পাকিস্তানি বোলারই ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগের আশপাশে বোলিং করেছেন। তাতে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন শাহিন আফ্রিদিরা। তখন কিছু না বললেও এবার মুখ খুললেন পাকিস্তানি পেসাররা।

অস্ট্রেলিয়া সফর শেষ করে বর্তমানে নিউ জিল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন দলের মূল ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সফরকারী অধিনায়ক।

সংবাদ সম্মেললেই অস্ট্রেলিয়ায় পাকিস্তান পেসারদের গতি প্রসঙ্গ আসে। উত্তরে দিতে গিয়ে অবাক হতে হয়েছে শাহীনকে। পাকিস্তান অধিনায়কের বলেছেন, ‘সত্যি কথা বলতে, যখন আমরা বোলিং করছিলাম, বড় পর্দার দিকে নিজেরাই তাকাচ্ছিলাম। সত্যিই কি এত কম গতি আমাদের! বুঝে উঠতে পারছিলাম না।’

আরো পড়ুন:

বড় পর্দায় নিজেদের গতির এই হাল দেখে গতি বাড়াতে চেষ্টা করছেন জানিয়ে শাহিন আরও বলেন, ‘বোলিং করার সময় শুরু থেকেই অনেক চেষ্টা করছিলাম, তারপরও গতি উঠছিল ঘণ্টায় ১৩২-১৩৩ কিলোমিটার পর্যন্ত। যা বেশ অবাক করেছে আমাদের।’

এমন কাণ্ডে অবাক তো হয়েছেন বটেই, একই সঙ্গে টিভি সম্প্রচারকদের দিকেও আঙ্গুল তুলেছেন সদ্যই নেতৃত্বের দায়িত্ব পাওয়া শাহিন, ‘আমরা খুবই অবাক হয়েছিলাম। আর ভাবছিলাম, সম্প্রচারকরা কি সিদ্ধান্ত নিয়েছে যে স্পিড গানে এর চেয়ে বেশি গতি দেখাবে না?’

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়