ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

এক ম্যাচ আগেই সিরিজ নিউ জিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫২, ৩১ ডিসেম্বর ২০২৪
এক ম্যাচ আগেই সিরিজ নিউ জিল্যান্ডের

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ আগেই জিতে নিয়েছে নিউ জিল্যান্ড। তাতে নিউ জিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার সিরিজ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) রাতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে। জবাবে ১৯.১ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৪৫ রানের জয়ে স্বাগতিকদের নিশ্চিত হয়ে যায় সিরিজ জয়।

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিছুটা আশা জাগান। কিন্তু মিডল ও টেল এন্ডারের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। তাতে হার ভিন্ন অন্য কোনো ফল তাদের পক্ষে যায়নি।

উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা ২৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন। ওয়ান ডাউনে নামা কুসল পেরেরা করেন সর্বোাচ্চ ৪৮ রান। ৩৫ বলে খেলা তার এই ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। এই দুইজনের বাইরে অধিনায়ক চারিথ আসালঙ্কা ৩ চারে ২০ ও কুসল মেন্ডিস করেন ১ চারে ১০ রান।

আরো পড়ুন:

বল হাতে নিউ জিল্যান্ডের সেরা ছিলেন জ্যাকব ডাফি। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। সেট ব্যাটসম্যান নিসাঙ্কা ও কুসলকে ফিরিয়ে শ্রীলঙ্কার সম্ভাবনা গুঁড়িয়ে দেন। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানাকে যথাক্রমে ১ ও শূন্যরানে আউট করেন। ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে তিনজন ব্যাটসম্যান চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। তার মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান টিম রবিনসন ৩ চার ও ২ ছক্কায় ৪১, ওয়ান ডাউনে নামা মার্ক চ্যাপম্যান ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ৪২ ও মিচেল হেই ১৯ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া গ্লেন ফিলিপস ২ চার ও ১ ছক্কায় ২৩ ও ড্যারিল মিচেল ১৮ রান করে অবদান রাখেন ১৮৬ রানের ইনিংসে।

বল হাতে শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।

২১৫.৭৮ স্ট্রাইক রেটে ১৯ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের হেই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়