ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কেসিসি নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড করা হবে’

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কেসিসি নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড  করা হবে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে।

তিনি বলেন, খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই।

মঙ্গলবার দুপুরে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি একই স্থানে কেসিসি’র রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচন কর্মকর্তারা কেসিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করছেন। কোনো কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হলে সেখানে আইন-শৃংখলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা গড়ে তোলা হবে। নির্বাচনকে কেন্দ্র করে পেশিশক্তি বা ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।



রাইজিংবিডি/খুলনা/১০ এপ্রিল ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়