ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘মানুষ শান্তিতে থাকবে কি না, আ.লীগের ওপর নির্ভর করছে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মানুষ শান্তিতে থাকবে কি না, আ.লীগের ওপর নির্ভর করছে’

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ শান্তিতে থাকবে কি না তা আওয়ামী লীগ ভূমিকার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, আন্দোলন এখনো শুরু হয় নাই। ৭ নভেম্বরের আলোচনার পর দেশ কীভাবে চলবে জাতীয় ঐক্যফ্রন্ট সেটা নির্ধারণ করবে। গণতন্ত্রে কীভাবে আমরা ফিরব তা নির্ধারণ করবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ভিআই‌পি লাউ‌ঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াসহ সব রাজবন্দি‌র নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, সারা দেশে ৯০ হাজারের অধিক যে মামলা হয়েছে, যার আসামি প্রায় ৩০ থেকে ৩৫ লাখ, যারা জেলে রয়েছেন, তাদেরকে মুক্তি দিন।

ব্যারিস্টার মইনুল হোসেন প্রসঙ্গে সা‌বেক এই ছাত্র‌নেতা বলেন, গ্রেপ্তার করেছেন, যেটি জামিনযোগ্য মামলা, তাতে জামিন তো দেন নাই, বরং তাকে রংপুরে নিয়ে আপনার কর্মীবাহিনী লেলিয়ে দিয়েছেন। তার ওপর বন্দি অবস্থায় আক্রমণ করা হয়েছে। এগুলা ভালো দৃষ্টান্ত না।

সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকুমার বড়ুয়া, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, শাহাবাগ থানা কৃষক দ‌লের সভাপ‌তি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৫ নভেম্বর ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়