ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ সংসদীয় আসন সেনবাগে বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়।

উপজেলা বিএনপি দাবি করে, হামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদকসহ আহত হন ১০ জন নেতা-কর্মী।

রোববার সকালে সেনবাগ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা চেয়ারম্যান বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও পৌর ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন স্বপনসহ ১০ জন।

 



আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও পোস্টারে অগ্নি সংযোগ করে বলেও অভিযোগ উঠে।

বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক জানান, সকালে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে ফুল দিতে যান। এ সময় সেনবাগ বাজারের কাছে রাস্তার ওপর তাদের গাড়িবহরে হামলা চালানো হয়।

জয়নুল আবদীন ফারুক এ ঘটনার নিন্দা জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।



রাইজিংবিডি/নোয়াখালী/১৬ ডিসেম্বর ২০১৮/মাওলা সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়