ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাহলে ভারতের ভালো, পাকিস্তানের পছন্দ!

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাহলে ভারতের ভালো, পাকিস্তানের পছন্দ!

রাইজিংবিডি২৪.কম:

সনাতন (হিন্দু) সম্প্রদায়ের ধর্মীয় উ‍ৎসব শ্যামাপূজার রাত অর্থাৎ দীপাবলির রাতটি ভারতে প্রতিবছরই মহাসমারোহে পালিত হয়। এবারের দীপাবলি উ‍ৎসবও ভারতসহ বিশ্বের অন্যান্য স্থানের ভারতীয়রা মহাসমারোহে পালন করেছে। এ উৎসব বাংলাদেশের সনাতন ধর্মীয়রাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালন করে থাকেন। বিশেষ করে দীপাবলির রাতে বরিশালে শ্মশানে প্যদীপ জ্বালানো উ‍ৎসব মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে।

এ পর্যন্ত যা শোনা গেল তা খুবই স্বাভাবিক, অবাক হবার কোনো বিষয় এতে অন্তত নেই। কিন্তু যদি দেখা যায় যে দীপাবলি নিয়ে চরম ভারত-বৈরী আর কট্টর মনোভাবের পাকিস্তানিরাও ব্যাপক উৎসাহ দেখাচ্ছে তাতে একটু চমকাতে হয়ই।

হ্যাঁ, হিন্দুপ্রধান ভারতের হিন্দুধর্মীয় উৎসব দীপাবলির এ উৎসবে ভারতীয়দের পোস্ট করা উৎসব সংক্রান্ত একটি ছবি পাকিস্তানি টুইটাররা সেদিনের অন্য কোনো বিষয়ের চেয়ে বেশিমাত্রায় ‘শেয়ার’ আর ‘লাইক’ দিয়েছে। এটা ভারতীয়সহ দুনিয়ার সর্বত্র ভারতীয়, অ-ভারতীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সঞ্চার করেছে।

অবশ্য সর্বপ্রথম ছবিটিকে শেয়ার করনেওয়ালিদের মধ্যে আছেন হালের বলিউডি হার্টথ্রব ‘চিকনি চামেলি’ ক্যাটরিনা কাইফ।

তবে যে ছবিটাকে কেন্দ্র করে পাকিস্তানিদের রেকর্ড লাইকের এ ঘটনা, সেটি সত্যিকারের ছবি নয়, মেকি। ভারতের একটি মানচিত্রকে ফটোশপের মাধ্যমে লাল, নীল, সবুজ, হলুদসহ নানান রঙের প্রদীপে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু প্রথম ধাক্কায় কমবেশি সবাই ছবিটি দেখে কল্পনা করেছে, ওহ্‌, মহাকাশ থেকে ইন্ডিয়া এত সুন্দর দেখায়। তাই জাত-পাত-ধর্ম-বর্ণের ভেদ-বিভেদ ভুলে পাকিস্তানিরাও ধুমসে লাইক-শেয়ার মেরেছে এতে।

একটু খেয়াল করলেই দেখা যায়— ইচ্ছেমত বানানো ছবি এটি। কালো পটভূমির দীপ্তিময় ওই মানচিত্রে দেখা যায়, একেক এলাকায় একেক রঙের আলোর ছটা। যেন ভারতীয় বিভিন্ন অঞ্চলের লোকজন ঠিক করে রেখেছিল যে তারা কে কোন রঙ্গের প্রদীপ সে রাতে জ্বালাবে। কিন্তু বাস্তবে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর যেভাবে প্রদীপের ঘণত্ব দেখানো হয়েছে বাস্তবে তাও সম্ভব নয়। এছাড়া ভারতের সবটাই কি লোকালয়? অবশ্যই নয়। কিন্তু ওই ছবিতে নদ-নদী-জলাভূমি আর পাহাড়-বন সব একাকার করে প্রদীপের আলোয় সয়লাব করে ফেলা হয়েছে।

সবচেয়ে বড় কথা, ক্যাটরিনা এই ছবিটি শেয়ার করেন দ্বীপাবলীর দিন (১৩ নভেম্বর ২০১২) বিকাল ৫টায়। অর্থা‍ৎ তখনও সন্ধ্যার অন্ধকার ঘনায়নি। অথচ দীপাবলীর ছবি আপ হয়ে গেছে টুইটারে! সন্দেহাতীতভাবে বলা যায় ছবিটি ভূয়া।

ভারতের হিন্দি দৈনিক নবভারত টাইম্‌স বলেছে, তবে ছবিটি যতই ভূয়া হোক না কেন, সবাই তাতে খুশীমনে লাইক দিয়েছে, শেয়ার করেছে। এই আবেগ নিখাদ, সত্যি। আর সবচেয়ে মহত্বপূর্ণ ‘সত্য’ কথা হচ্ছে, ভারতের সৌন্দর্যে খুশী হওয়াদের তালিকায় পাকিস্তানিরাও রেকর্ড করে ফেলেছে।

ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ-জাতির মধ্যকার সাম্প্রায়িক রেষারেষি, দাঙ্গা-হাঙ্গামা আর যুদ্ধের পটভূমিতে বলা যায়, এই ‘সত্য’ যতটা নিখাদ সত্য হয়— ততই সুন্দর! বোঝা যাচ্ছে, চেতনে-অবচেতনে ভারতকে ভালোভাবে দেখা পাকিস্তানিদের অপছন্দ নয়!

এটা এতদঞ্চলের হিন্দু-মুসলমান-শিখ-বৌদ্ধ-খৃস্টান-জৈন আর নাস্তিক— সবার জন্যই আশাব্যঞ্জক।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়