ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে চায় ক্যালিফোর্নিয়া!

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে চায় ক্যালিফোর্নিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ক্যালিফোর্নিয়া রাজ্যের বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে আলাদ হয়ে যাওয়ার দাবি তুলেছেন।

নির্বাচনের ফলাফলে ট্রাম্পের জয়ের সম্ভাবনা দেখা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘ক্যালেক্সিট’ নামে একটি টার্ম ছড়িয়ে পড়ে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আলাদা হয়ে যায়, যাকে বলা ‘ব্রেক্সিট’। একই কায়দায় ক্যালেক্সিট চাইছেন রাজ্যের অধিবাসীরা।

‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স ক্যাম্পেইন’ শিরোনামে ক্যালেক্সিটের পক্ষে প্রচার শুরু হয়েছে। এ পক্ষের লোকজনদের দাবি, ২০১৮ সালে মধ্যবর্তী নির্বাচনের সময় ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজন করতে হবে। গণভোটে দাবির পক্ষে ভোট বেশি পড়লে স্বাধীন দেশ হতে ক্যালিফোর্নিয়া।

মঙ্গলবার নির্বাচনের পর ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে ওঠে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এ রাজ্যে উদারপন্থি মানুষের বসবাস বেশি। দীর্ঘদিন সময় ধরে এটি ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। এবারের নির্বাচনেও এখানে হিলারি ক্লিটন ব্যাপক ব্যবধানে জিতেছেন। কিন্তু সামগ্রিকভাবে ট্রাম্পের কাছে হেরে যাওয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ সৃষ্টি হয়।

 



রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়