ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাঞ্ছারামপুরে ২২ হাজার ভোটার ও কেন্দ্র বাড়লো

আদিত্য ফয়সল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১১ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঞ্ছারামপুরে ২২ হাজার ভোটার ও কেন্দ্র বাড়লো

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

আদিত্য ফয়সল
ব্রাহ্মণবাড়িয়া, ১২ নভেম্বর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সংসদীয় আসনে ৯টি কেন্দ্র এবং প্রায় ২২ হাজার ভোটার বেড়েছে।

আগামী ১০ম জাতীয় সংসদে ভোটার বৃদ্ধির আনুপাতিক হারে এ ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় মোট কেন্দ্র ছিলো ৭৪টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩টিতে। সাধারনত ভোটার বাড়ার সঙ্গে-সঙ্গে আনুপাতিক হারে কেন্দ্রও বাড়ে। সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদ করা হলে প্রায় ২২ হাজার ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৯৩ হাজার ৪০২টি। এর পূর্বে ঐ ভোটার সংখ্যা ছিলো ১ লক্ষ ৭১ হাজার।

নতুন কেন্দ্র গুলো হলো-১.জয়নগর ২.কানাইনগর সরকারি প্রা.বি. ৩.দরিকান্দি সরকারি প্রা.বি. ৪.ড.রওশন আলম কলেজ ৫.পাড়াতলী (পূর্ব) বে-সরকারি প্রা.বি.; ৬.দশদোনা বে-সরকারি প্রা.বি. ৭.বাঞ্ছারামপুর (পূর্ব) বে-সরকারি প্রা.বি. ৮.তাতুয়াকান্দি সরকারি প্রা.বি. এবং ৯.হোসেনপুর কম্যিউনিটি প্রা.বি.।

সম্প্রতি নির্বাচন কমিশন থেকে এই তালিকা চুড়ান্ত করে তা মূল গেজেটে অর্ন্তভূক্ত করা হয়েছে। 

 

রাইজিংবিডি / আদিত্য ফয়সল / এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়