ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বাংলাদেশের চ্যালেঞ্জ এখন মাদক ও জঙ্গিবাদ’

জাহাঙ্গীর আলম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৩১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশের চ্যালেঞ্জ এখন মাদক ও জঙ্গিবাদ’

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পুলিশের মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু আমাদের দেখিয়েছেন, যে বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখাচ্ছেন সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাদক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘এই যুদ্ধে আমরা তখনই জয়ী হতে পারব যখন আমরা সবাই একসাথে এ যুদ্ধে অংশগ্রহণ করব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গী যদি হই তাহলেই সম্ভব মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। সমাজের সর্বস্তরের সহযোগিতা যদি না পাই তাহলে এই অবস্থার খুব সহসাই পরিবর্তন হবে না।’

মঙ্গলবার কুমিল্লা পুলিশ লাইনসে 'চেতনায় একাত্তর' ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী প্রদান ও বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইজিপি।

এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি কুমিল্লা টাউনহল মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালিতে অংশ নেন।




রাইজিংবিডি/কুমিল্লা/৩১ জুলাই ২০১৮/জাহাঙ্গীর আলম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়