ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জুভেন্টাস ক্যারিয়ারের ইতি টানলেন মার্চিসিও

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুভেন্টাস ক্যারিয়ারের ইতি টানলেন মার্চিসিও

ক্রীড়া ডেস্ক : জুভেন্টাসের সঙ্গে ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ক্লদিও মার্চিসিও। শৈশবের ক্লাবকে বিদায় বলে দিয়েছেন ইতালিয়ান এই মিডফিল্ডার।

২০২০ সাল পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি ছিল ৩২ বছর বয়সি মার্চিসিওর। দুই পক্ষের সম্মতিতে সেই চুক্তি বাতিল হয়েছে।

মার্চিসিও জুভেন্টাস ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৩ সালে ক্লাবের যুব একাডেমিতে। তুরিনের ‘ওল্ড লেডি’দের হয়ে তিনি খেলছেন ৩৮৯ ম্যাচ। গোল করেছেন ৩৭টি। জিতেছেন সাতটি সিরি ‘আ’, চারটি কোপা ইতালিয়ার শিরোপা।

তুরিনে জন্ম নেওয়া এই খেলোয়াড় ২০১৬ সালের এপ্রিলে মারাত্মক হাঁটুর চোটে পড়েছিলেন। যা তাকে মাঠের বাইরে রেখেছিল ছয় মাস। গত মৌসুমে তিনি খেলেছেন ২০ ম্যাচ।

টুইটারে জুভেন্টাসের জার্সিতে ছোটবেলার একটি ছবি পোস্ট করে মার্চিসিও লিখেছেন, ‘এই ছবি এবং ডোরাকাটা দাগের দিকে তাকানো বন্ধ করতে পারব না আমি, যার ওপর আমি একজন মানুষ এবং ফুটবলার হিসেবে আমার জীবন লিখেছিলাম। সবকিছু সত্ত্বেও আমি এই শার্টটা ভালোবাসি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল সবকিছুর ঊর্ধ্বে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়