ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর নগরীতে গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর ডাকাত আল আমিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি নগরীর জুম্মাপাড়া পলিটেকনিক এলাকার সোলাইমানের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রোববার রাত দেড়টার দিকে নগরীর লালবাগ বিএডিসি গোডাউনের সামনে অজ্ঞাত ৮-১০ জন ডাকাত রাস্তায় চলাচলরত অটোরিকশা, মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহন আটকিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছে। পুলিশ তাদের ঘেরাও করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আল আমিন মারাত্মক আহত হয়। বাকিরা পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি শর্টগানের কার্তুজ, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, ছোরা ও বাঁশের লাঠি উদ্ধার করেছে। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাত আল আমিনের  বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে।



রাইজিংবিডি/রংপুর/২০ আগস্ট ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়