ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন ফ্রিজের ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য নিলেন তিন ক্রেতা

একরাম হোসেন পলাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ফ্রিজের ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য নিলেন তিন ক্রেতা

নাট্য ও চলচ্চিত্র অভিনেতা আব্দুন নূর সজলের হাত থেকে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার নেন ওয়ালটন ফ্রিজের ক্রেতা আকতার বেগম

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় সারা দেশে চলছে ওয়ালটন ফ্রিজের উইন্টার ফেস্টিভ্যাল। ক্যাম্পেইনে ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার ফ্রি পাচ্ছেন অসংখ্য ক্রেতা।

সম্প্রতি ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশ ভাউচার পেয়েছেন চট্টগ্রামের তিনজন। তারা হচ্ছেন- কাপাসগোলার আকতার বেগম, জিইসির রিন্টু শর্মা এবং কর্নেল হাট বিশ্বব্যাংক কলোনির মো. ওয়াদুদ মিয়া। ওই ক্যাশ ভাউচার দিয়ে টিভি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্যানসহ ঘরভর্তি অসংখ্য ওয়ালটন পণ্য কিনেছেন তারা। তাদের হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন অভিনেতা সজল।

উল্লেখ্য, অনলাইনে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহক দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্ক্ষিত সেবা নিতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় ফ্রিজের ক্রেতাদের জন্য রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ।

চট্টগ্রামের তিন ভাগ্যবান ক্রেতার কাছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার হস্তান্তর উপলক্ষে সম্প্রতি ওয়ালটন প্লাজার লালখান বাজার, চকবাজার ও সিটি গেইট শাখা যৌথভাবে বন্দর নগরীর আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্কে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ালটনের পক্ষে দেশের জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র অভিনেতা আব্দুন নূর সজল ক্যাশ ভাউচার তুলে দেন।

অনুষ্ঠানে সজল বলেন, ‘আমরা যারা দেশকে ভালোবাসি, তারা দেশীয় পণ্যকেও ভালোবাসব। আর সেই দেশীয় পণ্য যদি উচ্চ গুণগত মানের হয়, তবে কেন বিদেশি পণ্য কিনব? তাই বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকেরই দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য ব্যবহার করা উচিত।’

 

ওয়ালটন ফ্রিজের ক্রেতা রিন্টু শর্মার হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন আব্দুন নূর সজল

 

তিনি আরো বলেন, একটা পণ্য শুধু ভালো মানের হলেই চলবে না, সেই পণ্যটি সহজে ক্রেতাদের হাতে পৌঁছে দেয়ার পাশাপাশি দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ওয়ালটন সেরা। সারা দেশে ওয়ালটনের রয়েছে ১৭ হাজারের বেশি আউটলেট ও ৭২টি সার্ভিস সেন্টার। তাদের পণ্যের মান যেমন উন্নত, তেমনি দামও সকলের ক্রয় ক্ষমতার মধ্যে। আছে সহজ কিস্তির সুবিধা। এছাড়া, পণ্য ক্রয়ে ক্যাশ ভাউচার, ক্যাশব্যাক, ফ্রি পণ্য’র মতো নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। ফলে দেশের বেশিরভাগ ক্রেতার পছন্দ এখন ওয়ালটন।

জানা গেছে, বন্দরনগরীর চকবাজারে ওয়ালটন প্লাজার পরিবেশক ‘এন এস ইলেকট্রনিক্স’ থেকে সম্প্রতি ৩৬৫ লিটারের একটি রেফ্রিজারেটর কেনেন গৃহিনী আকতার বেগম। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে তার মোবাইল ফোনে ওয়ালটনের কাছ থেকে একটি মেসেজ আসে। তিনি দেখেন, ২০০ শতাংশ ক্যাশ ভাউচার হিসেবে তিনি ৮০ হাজার ৭৮০ টাকা ফ্রি পেয়েছেন। ওই টাকায় তিনি ওয়ালটনের একটি ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ব্লেন্ডার কিনেছেন।

এদিকে, ওয়ালটন প্লাজা লালখান বাজার শাখা থেকে ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন জিইসি এলাকার বাসিন্দা রিন্টু শর্মা। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে নগদ ১০ শতাংশ ছাড়ে ওয়ালটনের সর্বাধুনিক মডেলের সাইড বাই সাইড ডোরের একটি নন-ফ্রস্ট রেফ্রিজারেটর কিনে এই ক্যাশ ভাউচার পান তিনি। ওই টাকায় ওয়ালটনের আরেকটি ফ্রিজ, ৪৯ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, গ্যাস স্টোভ, সিলিং ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডারসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস কিনেছেন তিনি।

এর আগে ওয়ালটন প্লাজা সিটি গেট শাখা থেকে ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার ফ্রি পেয়েছেন কর্নেল হাট বিশ্ব ব‌্যাংক কলোনির বায়তুল আসরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ওয়াদুদ মিয়া। সেই ক্যাশ ভাউচারের টাকায় তিনি কিনেছেন ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি, সিলিং ও রিচার্জেবল ফ্যান, ওয়াটার ফিল্টার, স্ট্যাবিলাইজার ও এলইডি বাল্ব।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে দেড় শতাধিক মডেল ও ডিজাইনের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার বা ডিপ ফ্রিজ পাওয়া যাচ্ছে। এসব ফ্রিজের দাম ১০ হাজার থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। এছাড়া, ঘরে বসে অনলাইনে ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম () থেকে ফ্রিজসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। কিস্তি এবং অনলাইনে কেনা ফ্রিজেও রয়েছে ২০০% ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

 

ওয়ালটন ফ্রিজের ক্রেতা মো. ওয়াদুদের হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন অভিনেতা সজল

 

ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭২টি সার্ভিস পয়েন্ট। উৎপাদনের পর বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ড (বিএবি) অনুমোদিত আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত-ইউটিএইচ ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে প্রতিটি ওয়ালটন ফ্রিজ বাজারে ছাড়া হয়।

উল্লেখ্য, এনার্জি এফিশিয়েন্সি রেটিংয়ে ওয়ালটন রেফ্রিজারেটরে রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট। এর পরিপ্রেক্ষিতে দেশের গণ্ডি পেরিয়ে ৩৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন ফ্রিজ।


ঢাকা/পলাশ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়