ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৈশাখের মন ভালো নেই

শাহনাজ পারভীন এলিস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈশাখের মন ভালো নেই

বৈশাখের মন ভালো নেই
শাহনাজ পারভীন এলিস

প্রাণ প্রাচুর্যে ভরপুর
বৈশাখের আজ মন ভালো নেই
কারণ... মহামারি করোনা

গোটা বিশ্বেই এখন করোনা আতঙ্ক

মানুষের জীবন, মানবতা আজ বিপন্ন
ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
আমাদের প্রিয় বাংলাদেশও আক্রান্ত
করোনা জ্বরে...
কে থাকবো কে থাকবো না
তা আমরা কেউ জানি না।
অজানা এক আতঙ্ক...

তা না হলে...
এমন বৈশাখ দেখেছে কি কেউ
রমনার বটমূলে ছায়ানটের গান নেই
রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শাহবাগে জনসমাগম নেই
চারুকলার মঙ্গল শোভাযাত্রা নেই!


শিল্পকলা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গানের দল
নাট্যদল, নাট্যকর্মীদের ব্যস্ততা নেই
কোথাও বসেনি মেলা!
দোকানিদের রকমারী পণ্য বিক্রির
ব্যস্ততা নেই, পান্তা-ইলিশের দোকানে
উৎসুক মানুষের ভিড় নেই?

মাইলের পর মাইল দল বেঁধে
শাহবাগমুখী নানা বয়সী
মানুষের ঢল নেই!
সবার পরনে লাল-সাদা রঙের
শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া।

উৎসবপ্রিয় বাঙালিকে
কোনো বৈশাখে এভাবে দেখেছি
বলে আমার মনে হয় না।
তাই তারও মন ভালো নেই
বিক্ষিপ্ত সে, কী যে হয়...

করোনার থাবায়
ঝরছে তাজা প্রাণ
বিশ্বজুড়ে চলছে ক্রন্দন
কেবলই বাতাসে ভেসে আসছে...

'সকাতরে ওই কাঁদিছে সকলে
শোনো শোনো পিতা/কহো কানে কানে/শুনাও প্রাণে প্রাণে
মঙ্গল বারতা...'

করোনা সংক্রমণের রোধে
চলছে কোয়ারেন্টিন সময়
এখন ঘরবন্দি আমরা
কারো সঙ্গে দেখা নেই
কুশল বিনিময় নেই!

তারপরও প্রযুক্তির কল্যাণে
বাংলা নববর্ষকে আমরা বরণ করছি
ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ
নানা মাধ্যমে, সবার একটাই প্রত্যাশা
এ আঁধার সহসাই কেটে যাবে
দেখা হবে আরেক বৈশাখে।

সেই দিনের অপেক্ষায়
সবার প্রতি নিবেদন...
করোনা মহামারীর এই ক্ষণে
ঘরে থাকুন, সৃজনশীল থাকুন।


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়