ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পার্ট-টাইমার যখন সেরাদের সেরা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পার্ট-টাইমার যখন সেরাদের সেরা

নটিংহ্যাম থেকে ক্রীড়া প্রতিবেদক: গ্লেন ম্যাক্সওয়েলের রান আউটটা সৌম্য সরকারকে দেওয়া যায়! ক্রিকেটের নিয়মকানুনে এমনটা নেই। দিলে সৌম্য সরকারের একটা উইকেটই বাড়ত শুধু। অস্ট্রেলিয়ার বিশাল রানে কোনো প্রভাব রাখত না।

তবে সৌম্যকে কৃতিত্ব দিতেই হবে। একজন পার্ট-টাইম বোলার হিসেবে যেভাবে ব্যাটসম্যানদের বিপক্ষে লড়াই করেছেন, তা প্রশংসনীয়। বোলিংয়ে ধারাবাহিক বৈচিত্র্য এনে কিছুটা হলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। সেটাও নটিংহ্যামে কজন পেরেছেন।

নির্বিষ বোলিংয়ে অসিরা রান তুলেছে হাত খুলে। ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলতে ৩৪টি চার ও ১০টি ছক্কাই মেরেছেন অসি ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া পেয়েছে বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান।



সৌম্য বল হাতে পেয়েছেন ৩ উইকেট, মুস্তাফিজের পকেটে গেছে ১টি। মাশরাফি বিন মুর্তজার বোলিং পরিকল্পনায় সৌম্য ছিলেন বহু আগে থেকেই। আজ তাকে ব্যবহার করেন দেয়ালে পিঠ ঠেকার পর।

২১তম ওভারে তাকে যখন বোলিংয়ে আনেন মাশরাফি, তখন ফিঞ্চ ও ওয়ার্নারের জুটির রান ১১৭। প্রথম ওভারেই সৌম্যর উইকেট। হাফ সেঞ্চুরির পর আগুনে গতিতে যার ব্যাটিং করার অভ্যাস তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান সৌম্য। ফিঞ্চ আউট হন ৫৩ রানে।



দ্বিতীয় উইকেটে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার ১৯২ রানের জুটি গড়েন। অসিরা বিশাল সংগ্রহের ভিত পেয়ে যায় সেখানেই। এ সময়ে ওয়ার্নার পেয়ে যান ১৬৬ রান।  সেঞ্চুরির দিকে দৌড়াতে থাকেন উসমান খাজা। সৌম্য ২২ গজে ফিরে ভাঙেন এ জুটি।  মাশরাফি, সাকিব, রুবেল, মুস্তাফিজরা যেখানে অসহায়, সেখানে সৌম্য হয়ে ওঠেন ভরসা। সেরাদের টপকে একজন পার্ট-টাইমার হয়ে যান ফুল টাইমার।

ডেভিড ওয়ার্নার ১৪৭ বলে ১৬৬ রানে ক্যাচ দেন রুবেলের হাতে। সঙ্গী হারানোর পর উসমান খাজা দ্রুত রান তুলতে গিয়ে সৌম্যর তৃতীয় শিকারে পরিণত হন। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল রুবেলের থ্রোতে কাটা পড়েন সৌম্যর ওভারে।

মুস্তাফিজ শেষ চেষ্টায় স্মিথকে ফিরিয়েছিলেন ঠিকই। কিন্তু বল হাতে সৌম্যর দিনে সৌম্য হতে পারেননি বাকিরা কেউ। বিবর্ণ বোলিং, নির্বিষ আক্রমণে অস্ট্রেলিয়া করেছে রান উৎসব।



সৌম্য ৮ ওভারে ৫৮ রানে ৩ উইকেট নিয়ে সেরাদের ব্যর্থতার দিনে হয়েছেন বোলিংয়ে সেরা। মাশরাফি ৮ ওভারে ৫৬, সাকিব ৬ ওভারে ৫০, মিরাজ ১০ ওভারে ৫৯, রুবেল ৯ ওভারে ৮৩ রান দিয়েছেন।

বাংলাদেশ এ বদলার জবাব কীভাবে দেয়, সেটাই দেখার।



রাইজিংবিডি/নটিংহ্যাম/২০ জুন ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়