ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সবাই বলছে প্রমাণ করেছি, কিন্তু আমি সন্তুষ্ট নই’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সবাই বলছে প্রমাণ করেছি, কিন্তু আমি সন্তুষ্ট নই’

লন্ডন থেকে ক্রীড়া প্রতিবেদক: মাশরাফি চারটি বিশ্বকাপ খেলে ২৪ ম্যাচে পেয়েছেন ১৯ উইকেট।  মুস্তাফিজ নিজের প্রথম বিশ্বকাপে ৮ ম্যাচে পেয়েছেন ২০টি।

চুপচাপ থাকতে পছন্দ করেন লিটন। কিন্তু লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মিক্সড জোনে এসে পাওয়া গেল অন্য এক লিটনকে।  কথা বলছেন প্রাণ খুলে।  মুখে চিরচেনা হাসি।  মুস্তাফিজের সাক্ষাৎকারে করছিলেন বিরক্ত! লর্ডসে পাঁচ উইকেট নিয়ে মুস্তাফিজ এসেছিলেন মিক্সড জোনে। সঙ্গী লিটনও।

মুস্তাফিজের কাছে প্রথম প্রশ্ন, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট বেশি ভালো ছিল নাকি পাকিস্তানের বিপক্ষে? সল্পভাষী মুস্তাফিজ উত্তরও দিলেন শর্টকাট, ‘উইকেট তো উইকেটই।  তবে ভারতের বিপক্ষে...বুঝেনই তো।’ পাশ থেকে লিটন বললেন, ‘ভারতের বিপক্ষেই।’  এভাবেই চলে কয়েক মিনিটের আলাপন।

প্রশ্ন: বিশ্বকাপে ২০ উইকেট নিয়েছেন। আপনি আপনার পারফরম্যান্সে কতোটা সন্তুষ্ট?

লিটন: একদমই না!

মুস্তাফিজ: ফিফটি পারসেন্ট।

 

প্রশ্ন: কোথায় আরেকটু উন্নতি হলে ভালো লাগত?

মুস্তাফিজ: রানটা আরেকটু কম দিতে পারলে ভালো লাগত।

লিটন: আমাকে একটা প্রশ্ন করেন…দুজনকে জিজ্ঞেস করলে তাড়াতাড়ি যেতে পারব!

এরপরই লিটনের ডাক পড়ে মিক্সড জোনের আরেক প্রান্তে।  সেখানে পাকিস্তানের সাংবাদিকদের সামলানোর দায়িত্ব পড়ে তার।

 

প্রশ্ন: এর আগে পুরোনো বলে ভালো করতেন।  উইকেট পেতেন। এখন নতুন বলে কাজটা করছেন।  পার্থক্য কি হচ্ছে।  আর নতুন বলে উইকেট পেতে কি করতে হবে?

মুস্তাফিজ: নতুন বলে সুইংটা থাকলে ভালো। আমার বলে ওরকম সুইং করে না। মাঝে মাঝে করে। আবার সেভাবেও হয় না। সবার ন্যাচারাল একটা সুইং থাকে। আমারটাও তাই। এটা নিয়ে আরও কাজ করা লাগবে।

 

প্রশ্ন: বিশ্বকাপ খেললেন প্রথমবারের মতো।  এখানকার উন্মাদনা ভিন্ন।  প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থেকে যদি বলেন কোন কোন জায়গায় উন্নতি করলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারব?

মুস্তাফিজ: সব জায়গায়।

 

প্রশ্ন: একটু যদি ভেঙে বলেন…

মুস্তাফিজ: বোলিং, ব্যাটিং, ফিল্ডিং…

 

প্রশ্ন: বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট পেলেন আপনি।  অনেক রেকর্ড ভেঙেছেন।  অনার্স বোর্ডে নাম তুলেছেন। আপনি কি খুশি মনে বাড়ি ফিরতে পারছেন?

মুস্তাফিজ: আমরা সেমিফাইনালে উঠলে খুশি হতাম। উঠি নাই …।

 

প্রশ্ন: আপনি তো অনার্স বোর্ডে নাম তুলেছেন।  ওটা কি দেখে যাওয়ার সুযোগ হবে?

মুস্তাফিজ: পরের বার আসলে দেখতে পাবো ইনশাআল্লাহ।

 

প্রশ্ন: টানা দুই ম্যাচে পাঁচ, কোনটা বেশি মনে থাকবে?

মুস্তাফিজ: পাঁচ উইকেট সব সময়ই মনে থাকবে। এটা মনে হয় পঞ্চম পাঁচ উইকেট আমার।  ওয়ার্ল্ড কাপে দুটা পাঁচ উইকেট আমার ভালো লাগছে।  ভারতের বিপক্ষে পাঁচটা একটু বেশি ভালো লাগছে।

 

প্রশ্ন: কোনো উইকেট কি খুব বেশি ভালো লেগেছে?

মুস্তাফিজ:  নাহ ওরকম কোনো ‘ইয়ে’ নাই ….উইকেট উইকেটই।

 

প্রশ্ন: শেষ দশ ওভারের পারফরম্যান্স নিয়ে খুশি?

মুস্তাফিজ: সবাই বলছে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি।  কিন্তু আমি নিজ থেকে খুশি না। আরেকটু ভালো হলে ভালো হতো।

 

প্রশ্ন: কোন দিকটা আরেকটু ভালো হলে ভালো হতো?

মুস্তাফিজ: আমার ভ্যারিয়েশনটা আরেকটু ভালো হলে ভালো হতো। এখন কাটার আছে। ইয়র্কারটা ফিফটি-ফিফটি। ওটা আরেকটু ভালো হলে ডেথ ওভারে আমি আরও ভালো করতে পারব।

 

প্রশ্ন: কাঁধের অস্ত্রোপচারের কারণে কি ইয়র্কারে ভয় হচ্ছে?

মুস্তাফিজ: না, এখন ভালো যাচ্ছে।  কাঁধে কোনো সমস্যা নেই।

 

প্রশ্ন: আমাদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।  দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করছেন।  তার থেকে মূলত আপনি কি শিক্ষাটা গ্রহণ করছেন?

মুস্তাফিজ: কঠিন প্রশ্ন…

 

প্রশ্ন: মূলত কি শিখেছেন বোলিংয়ে সেটা জানতে চাচ্ছি?

মুস্তাফিজ: আমরা তো তাকে মাস্টার বলে ডাকি।  শেখার তো শেষ নেই।  শুধু যে বোলিং দিক দিয়ে শিখবে তেমনটা নয়।  আরও অনেক কিছু থেকে শেখার আছে। ও তো জীবনে অনেক উইকেট পেয়েছে, অনেক অভিজ্ঞতা আছে।  সেগুলো শেয়ার করে আমাদের সঙ্গে।  এটাও বড় শিক্ষা।

 

প্রশ্ন: ডেথ বোলিংটা আরও কিভাবে ভালো হতে পারে?

মুস্তাফিজ: এটা ভালো হবে আপনি যদি আরও বেশি টি-টোয়েন্টি খেলেন।  তাহলে আপনার ডেথ ওভার ভালো হতে পারে।

 

প্রশ্ন: প্রথম ২০ ওভার নিয়ে কি কোনো ভাবনা আছে?

মুস্তাফিজ: আমাকে যেই জায়গায় দিবে সেই জায়গায় আমাকে করতে হবে।

 

প্রশ্ন: নিজেকে কি সহজাত ফাস্ট বোলার মনে হয় নাকি একটু ভিন্ন?

মুস্তাফিজ: একটু ভিন্ন। কারণ, আমার বৈচিত্র্য আছে।  আমার অন্যান্য ফাস্ট বোলারের মতো গতি নেই।  অ্যাভারেজ স্পিড ৩৫।  গতি নিয়ে আমি খুশি। এখন যদি আরও বৈচিত্র্য আনতে পারি তাহলে আমার জন্য ভালো।

 

প্রশ্ন: আপনি তখন বললেন যে রান বেশি হওয়াতে খুশি নন। রান বেশি হলো কেন?

মুস্তাফিজ: উইকেটের কারণে।  আমাদের দেশের মতো আর উইকেট পাইনি।  কিছু কিছু ম্যাচে বল একটু ঘুরছে।  অন্যগুলোতে সব ফ্ল্যাট।

 

প্রশ্ন: এক ওভারে দুই উইকেট পেয়েছেন দুবার।  কোহলি, হার্দিক পান্ডিয়া এবং হেটমায়ার, রাসেল।  কোনটা বেশি মনে থাকবে?

মুস্তাফিজ: আপনি বলছেন দেখে তো মনে হল। এগুলো তো ভুলে গেছিলাম।  ঠিক আছে থাকেন।

 

রাইজিংবিডি/লন্ডন/৬ জুলাই ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়