ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভেতরের খবর ভেতরে থাকা ভালো: সাইফউদ্দিন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেতরের খবর ভেতরে থাকা ভালো: সাইফউদ্দিন

ম্যানচেস্টার থেকে ইয়াসিন হাসান: ডেভিড মিলারের হাতে এক ওভারে পাঁচ ছক্কা হজমের পর তার পাশে কেউ এসে দাঁড়ায়নি! অথচ আজ তাঁদেরই সংবর্ধনায় যোগ দিচ্ছেন সাইফউদ্দিন!

পেশাদার অ্যাথলেটদের জীবনটা এরকমই। ভালো কিছু করলে মাথায় তুলে নাচার মানুষের অভাব হয় না। অথচ খারাপ কিছু করলে পাশে দাঁড়িয়ে পিঠ চাপড়ে দেওয়ার মানুষটাকেও পাওয়া যায় না। মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখেছেন সাইফউদ্দিন। সেদিন কেউ পাশে ছিল না। কিন্তু বিশ্বকাপের পর নিজের বাড়ি ফেনীতে ফিরে সাইফউদ্দিন ফুলের মালায় বরণ হয়েছেন। পেয়েছেন সংবর্ধনা। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যেমন-তেমন হলেও ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উল্ল্যেখযোগ্য।

সাকিবের ৬০৬ রান ও ১১ উইকেটে এখনও বুদ হয়ে অছে ক্রিকেট বিশ্ব।  মুস্তাফিজের ২০ উইকেট, মিরাজের অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং এবং সাইফউদ্দিনের ১৩ উইকেট উল্লেখযোগ্য। ভালো বোলিংয়ের সাথে সাইফউদ্দিনের নামের পাশে যুক্ত হয়েছে ভারতের বিপক্ষে হার না মানা ৫১ রানের ঝকঝকে ইনিংস। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়ার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট উচিয়ে বুকে সাহসের চিক্র আঁকেন। বার্তা দেন,‘আমারও বুক চিঁতিয়ে লড়াইয়ের সাহস আছে।’

ওই ইনিংস খেলার এবং শেষ পর্যন্ত লড়াইয়ের ভিন্ন গল্প আছে, যা সাইফউদ্দিনের ‘ইমেজ’কে ক্ষুন্ন করেছে বলে মত তার। বড় দলের বিপক্ষে খেলার ভয়ে ইনজুরির নাটক করেছিলেন সাইফউদ্দিন- এমন এক খবর প্রকাশ করা হয়েছিল সাইফউদ্দিনকে নিয়ে। পত্রিকায় পাতায় সেই খবর দেখার পর জ্বলে-পুড়ে ছাড়খাড় হয়েছেন ফেনীর এই পেস অলরাউন্ডার।

তার জবাব দেওয়ার জায়গা একটাই, ২২ গজ। সেখানে সেই জবাব দিয়েছেন বলে মনে করেন তিনি। ‘আমি কতোটুকু সামর্থব্যান সেটা আমি প্রমাণের চেষ্টা করেছি। আমার ভেতরে যে সাহস আছে, ভয়-ভীতি নেই সেটা বুঝিয়েছি। এর থেকে বেশি কিছু বলার থাকতে পারে না।’

 

তবে যে ধরণের খবর বিশ্বকাপের মাঝপথে রটেছিল তা পুরোটাই বানোয়াট বলছেন তিনি,‘এমন একটা নিউজ, অপেশাদার নিউজ আমি মনে করি। আমার জন্য মেনে নেওয়া কঠিন। আমি আশা করবো আপনারা ইতিবাচক খবরগুলো প্রকাশ করবেন।’ আর দলের ভেতরের খবর ভেতরেই থাকা উচিত বলে মনে করছেন,‘ভেতরের খবর ভেতরে থাকা ভালো। বাইরে আসা কোনোভাবেই উচিত নয়। আমি জানি না এটা কে বলেছে। তবে যেই বলুক কাজটা বাংলাদেশে দলের জন্য খারাপ হয়েছে।’

ওই এক খবরে সাইফউদ্দিন তেঁতে উঠলেও বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে মন ভরেনি তার,‘আরও ভালো করা যেত। ৬০ ভাগ সফল। তবে যতখানি হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আরও কয়েকটা উইকেট বেশি পেতাম, আরও বেশি রান করতে  পারতাম। তাহলে আরও ভালো লাগতো। সব সময় সবকিছুতো মনের মতো হয় না।  এটা মেনে নিতে হবে।’

প্রথম বিশ্বকাপে খেলে সাইফউদ্দিন বুঝেছেন, বোলিংয়ে বৈচিত্র্য না আনলে আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকতে পারা কঠিন হবে। তাই এ জায়গায় উন্নতির প্রয়োজন। বিদায়ী কোচ স্টিভ রোডস মাশরাফির ছায়া খুঁজে পান সাইফউদ্দিনের মধ্যে। এ নিয়ে সাইফউদ্দিনের ভাবনা,‘ মাশরাফি ভাইয়ের মতো হওয়া অনেক সময়ের ব্যাপার। আসলে ওনার সঙ্গে আমার তুলনা করাটা ভুল হবে। উনি লিজেন্ড, আমরা সবাই জানি। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো, দলকে কিভাবে আরও সার্ভিস দেওয়া যায় এটাই আমার লক্ষ্য। সব সময়তো হয় না, তবে চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দেওয়ার।’

দলের ব্যর্থতার বিশ্বকাপে সাইফউদ্দিন নিজের সামর্থ্যের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার বিশ্বাস সামনে আরও কঠোর পরিশ্রম করলে ভালো ফল মিলবে। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ফেনীর কৃতি সন্তান।

 

রাইজিংবিডি/ম্যানচেস্টার/১০ জুলাই ২০১৯/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়