ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মাহা’র তাণ্ডব শুরু, শঙ্কায় বাংলাদেশ-ভারত ম্যাচ

রাজকোট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাহা’র তাণ্ডব শুরু, শঙ্কায় বাংলাদেশ-ভারত ম্যাচ

বৃষ্টির আশঙ্কা ছিলই। ঝড় হতে পারে, তেমন আভাসও ছিল। কিন্তু রাজকোটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে আরও বড় কিছু।

ঘূর্ণিঝড় ‘মাহা’র আঘাতে লণ্ডভণ্ড রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। এ মাঠেই বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ভারত ও বাংলাদেশের। ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল।

বুধবার পুবের সূর্য পশ্চিমে ডুবে যাওয়ার পর হঠাৎ বাতাস বইতে থাকে রাজকোটে। শহরের বাইরে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। জামনগর মহাসড়কের পাশে স্টেডিয়ামটি হওয়ায় বাতাসের বেগ এখানে অনেক বেশি।

তীব্র বাতাসের পর শুরু হয় বৃষ্টি। যে বৃষ্টিতে ধুয়ে যায় পুরো স্টেডিয়াম। গ্রাউন্ডসম্যানরা প্রস্তুত ছিলেন বলে মনে হয়নি। ম্যাচ উইকেটের আশপাশের দুই-চারটি কাভার উড়ে গেছে বাতাসে। তীব্র বাতাসে স্টেডিয়ামের এক পাশের কাঁচের অবকাঠামো ভেঙে পড়েছে।

স্টেডিয়ামের চারটি ফ্লাড লাইট সন্ধ্যার আগ থেকে জ্বালিয়ে রাখা ছিল। বৃষ্টি ও দমকা হাওয়ার পর তা নিভে যায়। স্টেডিয়ামে এখন ঘুটঘুটে অন্ধকার।

গত সোমবার ভারতের আবহাওয়া অফিস জানিয়েছিল, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মাঝে গুজরাটে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মাহা’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাট ও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু রাজকোটের অবস্থান গুজরাট উপকূল থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে।




রাজকোট/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়