ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আরেকটি বাংলাদেশ রূপকথার অপেক্ষা

রাজকোট থেকে ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরেকটি বাংলাদেশ রূপকথার অপেক্ষা

রোহিত শর্মা সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে মিডিয়া ম্যানেজারকে প্রশ্ন করলেন, ‘কিউরেটর কি এসেছে, উইকেট দেখা যাবে?’ মাঠ পেরিয়ে মিডিয়া সেন্টারে আসার আগে রাজকোটের উইকেট দেখতে চেয়েছিলেন ভারতীয় অধিনায়ক।  কিন্তু সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কিউরেটর মানসুকভাই ত্রেরায়া তখন ছিলেন না।

সংবাদ সম্মেলন শেষে রোহিত আবার গেলেন সেন্টার উইকেটে। এবার কিউরেটর তার অপেক্ষায়। মিডিয়া প্রান্ত থেকে উইকেট দেখা শুরু করলেন রোহিত।  ২২ গজ মেপে মেপে দেখছিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট বিশ্লেষণ করছিলেন। দাঁড়িয়ে, বসে উইকেট টিপে টিপে দেখছিলেন।  বোঝাই যাচ্ছিল এ উইকেটের উপর নির্ভর করছে অনেক কিছু। 

প্রথম ম্যাচে রোহিত রান পাননি। দুই বাউন্ডারি ও এক সিঙ্গেলে ৯ রান তুললেও আউট হন শফিউলের করা প্রথম ওভারে। রোহিতকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি টি-টোয়েন্টির প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে হারায় টি-টোয়েন্টিতে। আর ভারতের মাটিতে আসে প্রথম জয়ের স্বাদ। অথচ ওই ম্যাচের আগেও দল ভাবছিল প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট উপহার দিয়ে লড়াইয়ে টিকে থাকার।  তারাই এখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর। 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।  বাংলাদেশের সামনে সূবর্ণ সুযোগ সিরিজ নিজেদের করে নেওয়ার। কাজটা অসম্ভব নয়। মাহমুদউল্লাহ সরাসরি বলেছেন সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করবে না তার দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘সিরিজ জয় কিন্তু অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে।’

সিরিজে ফিরতে মরিয়া ভারত। ভারত নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেবে। আগের থেকে আক্রমণাত্মক হবে। পাল্টা আক্রমণে প্রস্তুত বাংলাদেশও। মাহমুদউল্লাহর কণ্ঠে যুদ্ধ-যুদ্ধ ভাব, ‘ওরা মরিয়া হয়ে আছে, আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি। তারা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবে। আমরাও প্রথম ম্যাচের থেকে বেশি আগ্রাসন দেখাব।  ওদেরকে আটকাবো।’

তবে প্রতিপক্ষ কী করছে, কোন রণ কৌশল সাজাচ্ছে তা নিয়ে ভাবনার থেকে মাহমুদউল্লাহ নিজেদের খেলায় এবং ম্যাচ পরিকল্পনায় বিশ্বাসী, ‘আমাদের মনোযোগের জায়গা আমাদের মানসিকতা, ইতিবাচক আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া।  আমাদের সব বিভাগেই অনেক বেশি মনোযোগী থাকতে হবে।  সবাই যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেভাবেই যেন প্রস্তুত থাকি। তাহলেই কাজ হবে।’

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে ভারত জয়ে ফিরতে মরিয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত এ কথাই বলেছেন। পাশাপাশি নিজেদের অ্যাপ্রোচ পাল্টানোর কথাও বলেছেন তিনি,  ‘আমরা আমাদের পরিকল্পনা ভাগাভাগি করতে পারি না। তবে আমি নিশ্চিত করে বলছি, আমাদের অ্যাপ্রোচ পাল্টে যাবে অবশ্যই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অ্যাপ্রোচ ভিন্ন হবে। যতটুকু শুনেছি এখানকার উইকেট ভিন্ন হবে। দিল্লির মতো মন্থর হবে না। তাই আমাদের অ্যাপ্রোচও ভিন্ন হবে।’

রাজকোটের উইকেটে রান উৎসবের আশায় রয়েছে দুই দল। ম্যাচে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিশির ভাবনায় যে কোনো দল টস জিতলে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠাবে, এমনটাই জানা গেছে।  তবে ম্যাচ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। মাহা’র তাণ্ডবে গতকাল রাতে লণ্ডভণ্ড হয়েছে স্টেডিয়াম। মাত্র ২০ মিনিটের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। তবে সন্ধ্যার ওই বৃষ্টির পর রাতে একটুও বৃষ্টি হয়নি।  স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু।  সারাদিন বৃষ্টি পড়লেও ম্যাচের দুই ঘণ্টা আগে বৃষ্টি থামলে মাঠ খেলার জন্য উপযোগী করতে পারবেন মানসুকভাই ত্রেরায়া।

ভারতের মাটিতে এখন পর্যন্ত চারটি দল টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এশিয়ার সবগুলো দলই ভারতে সিরিজ খেলেছে। কিন্তু জিততে পারেনি কেউ। এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের।

দিল্লির মতো রাজকোটেও কি বাংলাদেশ পারবে আরেকটি রূপকথার গল্প লিখতে।


রাজকোট/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়