ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভুল শুধরালেই সিরিজ জেতা সম্ভব বাংলাদেশের

নাগপুর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুল শুধরালেই সিরিজ জেতা সম্ভব বাংলাদেশের

আন্তর্জাতিক মঞ্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার রেকর্ড খুব বেশি নেই বাংলাদেশের।  ভারতের বিপক্ষে চলতি সিরিজের আগে এই ধরনের তিনটি সিরিজ খেলেছে টাইগাররা। যার দুটিতে জিতেছে, হেরেছে একটি।

২০১২ সালে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে শুরুতে পিছিয়ে পড়ার পর দুই ম্যাচ জিতে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই একই বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে লাল-সবুজের জার্সিধারীরা। এবার ভারতের বিপক্ষে কী করবে বাংলাদেশ? সিরিজে বিরাজ করছে ১-১ এর সমতা।

দিল্লিতে প্রথম ম্যাচ জয়ের পর রাজকোটে দ্বিতীয়টিতে হেরে যায় বাংলাদেশ। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে নাগপুরে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ কি পারবে সিরিজ জিততে? কী ভাবছেন ক্রিকেটাররা? দলের প্রতিনিধি হয়ে শুক্রবার কথা বলেছেন পেসার শফিউল ইসলাম। রাইজিংবিডির পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হল :

প্রথম ম্যাচে পেসাররা দারুণ বোলিং করল। কিন্তু দ্বিতীয় ম্যাচে একদম সাদামাটা বোলিং?

শফিউল ইসলাম : ওই উইকেটটা খুব সুন্দর ছিল ব্যাটিংয়ের জন্য। ফ্ল্যাট উইকেট ছিল। রোহিত শর্মা খুব সুন্দর ব্যাটিং করছে। ওর ভালো দিন গিয়েছে কাল। যা চেষ্টা করেছে, সেটাই পেরেছে। আমরাও ছোট ছোট ভুল করেছি। প্রথম ম্যাচে সেসব ভুল ছিল না। পরের ম্যাচেও যেন ভুল না করি সেটা নিয়ে আমরা কাজ করছি।

রোহিত শর্মার ব্যাটিং দেখে অসহায় লাগছিল কিনা?

শফিউল ইসলাম: অসহায়...চেষ্টা করেছি প্রতিরোধ করার। আমার সামর্থ্যের ওপরে আমার বিশ্বাস ছিল। অসহায় ব্যাপারটা ছিল না। কীভাবে ওকে রুখে দেওয়া যায় সেই লক্ষ্য ছিল আমার। চেষ্টা করেছি। সবাই সেভাবেই চেষ্টা করেছে। আসলে ও ভালো ক্রিকেট খেলেছে।

এক ম্যাচ  হাতে রেখে সিরিজ জেতার সুযোগ ছিল, আপনাদের কোনো আক্ষেপ আছে কিনা?

শফিউল ইসলাম: রোহিত শর্মার ভালো একটা দিন গিয়েছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারও এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই শক্ত আছি। এখনও একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।

মন খারাপ হয়েছে ম্যাচটি হেরে?

শফিউল ইসলাম:  হারলে তো মন খারাপ লাগবেই। বড় সুযোগ ছিল। এক ম্যাচ আগে যদি সিরিজ জিততে পারতাম, তাহলে অবশ্যই ভালো লাগত। তবে হারার পর কীভাবে ফেরা যায় সেটাই মূল কথা। সামনের ম্যাচের জন্য এখন আমরা তৈরি হচ্ছি। ম্যাচের ভুলগুলো শুধরে, সামনের ম্যাচে ফোকাস করছি।

পরের ম্যাচ জেতার ব্যাপারে আমরা কতটুকু আত্মবিশ্বাসী?

শফিউল ইসলাম: অবশ্যই, আমাদের এখনও সুযোগ আছে। যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যেরকমভাবে খেলেছি, সেরকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোট ছোট ভুল ছিল। যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।

পরের ম্যাচে কীভাবে ফেরার চেষ্টা করবেন?

শফিউল ইসলাম: আমরা সব বিভাগে ব্যাটিংয়ে-বোলিংয়ে ছোট ছোট কিছু ভুল করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ করব। ওই ত্রুটি-বিচ্যুতিগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।

পেসারদের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে?

শফিউল ইসলাম: আমরা যে তিনজন পেস বোলার আছি, আমরা সাধারণত মূল ওভারগুলোতে, পাওয়ার প্লেতে কিংবা শেষের চার-পাঁচ ওভারে বেশি বল করি। পেস বোলাররা যদি ভালো করতে পারি, ভালো একটা শুরু এনে দিতে পারি, ভালোভাবে শেষ করতে পারি এবং ওদের আটকে দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। জেতার সুযোগ থাকবে অনেক বেশি।


নাগপুর/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়