ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিজের আউটে পুড়ছেন মুমিনুল

ইন্দোর থেকে প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজের আউটে পুড়ছেন মুমিনুল

ভারতের পেস আক্রমণ সামলে মুমিনুল ও মুশফিক দারুণ জুটি গড়েছিলেন। ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদবদের সামনে দেয়াল হয়েছিলেন দুজন। কিন্তু মুমিনুলের আউটে ভাঙে তাদের প্রতিরোধ।

এরপর ছোট্ট ঝড়ে তছনছ বাংলাদেশের ব্যাটিং অর্ডার।  ইন্দোরে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট মাত্র ১৫০ রানে।  মুমিনুল যখন আউট হন তখন বাংলাদেশের রান ৯৯। সঙ্গী হারানোর পর মুশফিকও ভালো করতে পারেননি। দ্রুত ফেরেন সাজঘরে। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এর আগে দিনের শুরুতে ইমরুল ও সাদমান হতাশ করেন। মিথুনকে সঙ্গে নিয়ে মুমিনুল আশার আলো দেখালেও মিথুন সঙ্গ ছাড়েন মাঝপথে। নিজেদের ব্যাটিং ব্যর্থতার জন্য কাউকে দোষ দিচ্ছেন না মুমিনুল। কিন্তু নিজের আউটে পুড়ছেন অধিনায়ক। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।

‘আমার কাছে মনে হয় আমাদের অল্প রানে আউট হওয়া সম্পূর্ণ আমার দোষ। আমি এবং মুশফিক ভাই পরে ভালো মানিয়ে নিয়েছি। লিটনও খুব ভালো মানিয়ে নিয়েছিল। পুরো ইনিংসটিতে আমার একটি দোষ ছিল! আমি যদি সে সময় আউট না হতাম, ভালো একটি ইনিংস খেলতে পারতাম মুশফিক ভাইয়ের সঙ্গে তাহলে একটি ভালো সংগ্রহ হতো।’

মিথুন আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন মুশফিক। আগের থেকেই ক্রিজে ছিলেন মুমিনুল। দুজন ৬৮ রানের জুটি গড়েছিলেন। এরপর পরের ৫১ রান যোগ করতেই শেষ ৬ উইকেট। অশ্বিনের স্লাইডারে কোনো শট অফার করেননি মুশফিক। বোল্ড হয়ে মুমিনুল যখন সাজঘরে ফেরেন তখন তার রান ৩৭।  ৮০ বলে ৬ চারে সাজান নিজের ইনিংসটি। নিজের আউট নিয়ে মুমিনুলের ব্যাখ্যা, ‘আমি টেকনিক্যালি ছোট একটা ভুল করেছিলাম। এই কারণে আমি আউট হয়ে গেছি। শট অফার করতে একটু দেরি হয়ে গেছে বলে আমার মনে হয়।’

মুমিনুলের ৩৭, মুশফিকের ৪৩ রানে বাংলাদেশ দেড়’শ রানের পুঁজি পেয়েছে। দিন শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৬ রান।


ইন্দোর/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়