ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেস্ট শেষে শামির শরণাপন্ন রাহী

ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট শেষে শামির শরণাপন্ন রাহী

প্রাক্তন নাম্বার ওয়ান টেস্ট বোলার ডেল স্টেইনের মতে ভারতের মোহাম্মদ শামি এখন টেস্টের সেরা বোলার। যে কোনো কন্ডিশনে শামি কার্যকর হবেন, এমনটাই বিশ্বাস স্টেইনের। 

ভারতে চলছে পেসারদের যুগ। চার পেসার জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব ভারতের পেস বোলিং আক্রমণ পাল্টে দিয়েছেন। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার বাংলাদেশের বিপক্ষে তারা লিড নিয়ে ১-০ ব্যবধানে। পেসারদের দাপটে ও মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে উড়েছে ভারত।

শামি পেসারদের মধ্যে ছিলেন সবথেকে সফল। প্রথম ইনিংসে ২৭ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৩১ রানে ৪ উইকেট। দুই ইনিংসে বাংলাদেশ করেছে মাত্র ১৫০ ও ২১৩ রান। দারুণ বোলিংয়ে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে দশে এসেছেন শামি। সপ্তম স্থানে তার অবস্থান। ভারতের তিন পেসারের সঙ্গে তাল মিলিয়ে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের একজন, আবু জায়েদ রাহী। ডানহাতি পেসার পেয়েছেন ৪ উইকেট। শামির বোলিং রাহী ড্রেসিং রুম থেকে অনুসরণ করেছেন। ম্যাচ শেষে তার সঙ্গে বোলিং নিয়ে কথা বলেছেন এ পেসার। 

ইন্দোরে আজ সেই কথা গণমাধ্যমে জানিয়েছেন রাহী,‘শামি ভাইয়ের সঙ্গে কালকে কথা বলেছি আমরা। শামি ভাইয়ের সঙ্গে আমার সিম পজিশনটা একটু মিলে। দুজনই সিমিং বোলার।  আমি শামি ভাইয়ের বল অনেক সময় দেখেছি। ম্যাচের মধ্যে যখন ছিলাম তাঁর বল মনোযোগ দিয়ে দেখেছি। মাঝে মাঝে উচ্চতাও মিলিয়েছি।  আমাদের নাকি দুজনেরই সমান উচ্চতা।  তখন মনে হয়েছে হয়তো শামি ভাইয়ের মতো বল করতে পারব।’

পেস বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে দুজনের আলাপ হয়েছে বেশ। সেসব বিষয় গণমাধ্যমে বলেননি রাহী। তবে অভিজ্ঞ পেসারের থেকে ভালো কিছু গ্রহণ করেছেন তার কথায় তাই মনে হল, ‘আমাদের লাইন এবং লেন্থে মনোযোগ দেয়া উচিৎ। কারণ টেস্ট বোলারদের লাইন এবং লেন্থ হলো মূল শক্তি।  ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানরা ভুল করে এবং তাতে সুযোগ সৃষ্টি হয়। প্রথম ম্যাচে অনেকগুলো বাউন্ডারি হয়েছে। এগুলো না হলে আরেকটু ভালো হতো। ’

ইডেনে দ্বিতীয় টেস্ট হবে দিবারাত্রির।  গোলাপি বলে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি রাহীর।  ইন্দোরেই আজ প্রথম অনুশীলন করেছেন গোলাপি বলে।  রাহী আশাবাদী দিবারাত্রির টেস্টে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ,  ‘দুই দলই গোলাপি বলে খেলবে।  আমরা আশাবাদী ভালো করতে পারব।  আমার শক্তির জায়গা সুইং।  গোলাপি বলেও সুইং করে ব্যাটসম্যানকে বিট করতে হবে। আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বোলিং করার।’

বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট কাজ করছেন বোলারদের লাইন ও লেন্থ নিয়ে।  রাহী জানালেন তার বোলিংয়ে উন্নতি হয়েছে আগের থেকে।  সামনেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চান এ পেসার,‘ল্যাঙ্গাভেল্টের থিওরি হল, উনি পেস নিয়ে খুব বেশি চিন্তিত না। তিনি বলেননি যে পেস বাড়াতে হবে। এক জায়গায় বোলিং করতে হবে।  ভারতের পেসারদের বোলিং দেখিয়ে বলেছেন, ওরা এক জায়গায় টানা বোলিং করে সাফল্য পাচ্ছে।  আমরা সেই জায়গায় জোর দিচ্ছি। ’


ইন্দোর/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়