ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তান সফরের সম্ভাবনা দেখছে বিসিবি

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ২৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তান সফরের সম্ভাবনা দেখছে বিসিবি

পাকিস্তান সফরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট পাকিস্তান সফর। যদিও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে দল পাঠাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিসিবি শুরু থেকেই চেয়েছিল পাকিস্তানের হোম ভেন্যু আবুধাবিতে সিরিজটি আয়োজন করতে। কিন্তু পিসিবি কোনোভাবেই আবুধাবিতে সিরিজ আয়োজন করতে চাচ্ছে না। ঘরের মাঠেই বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার ইচ্ছে তাদের।

নিকট অতীতে পাকিস্তান সফর করেছে বিসিবির দুটি দল। জাতীয় নারী ক্রিকেট দল পাকিস্তান সফর করেছে। ওয়ানডের পাশাপাশি খেলেছে টি-টোয়েন্টিও। এছাড়া ছেলেদের অনূর্ধ্ব-১৭ দলও গিয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরে খেলেছে ওয়ানডে ম্যাচ। সরকারের থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই দুটি দল পাকিস্তানে পাঠিয়েছিল বিসিবি। এবার মুশফিক, মাহমুদউল্লাহদের জন্য সরকারের নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষা করবে বিসিবি। সরকার সবুজ সংকেত দিলেই পাকিস্তানে দল পাঠাবে বিসিবি।

এদিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গতকাল দেশে ফিরে যা বলেছেন তাতে মনে হচ্ছে পাকিস্তান সফর যে হচ্ছে তা অনেকটাই নিশ্চিত। বোর্ড প্রধানের ভাষ্য, ‘একটি বয়সভিত্তিক দল গিয়েছে। এরপর গিয়েছে মেয়েরা। কাজেই ধরে নেওয়া যায় নিরাপত্তা ছাড়পত্র থাকবে। এর মধ্যে অস্বাভাবিক কিছু ঘটে গিয়ে না থাকলে নিরাপত্তা একই থাকবে। তবে লিখিত প্রতিবেদন আমরা এখনো পাইনি। পেলে বলতে পারব।’

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর সবগুলো দলই পাকিস্তান সফর বয়কট করে। এরপর টানা ৬ বছর পাকিস্তানে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। পাকিস্তান তাদের ‘হোম ম্যাচ’ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।  দীর্ঘ দশ পর এ বছরের ডিসেম্বরে পাকিস্তান প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করবে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়েই পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট।  দুটি টেস্ট ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি।  রাওয়ালপিন্ডিতে ১১ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট।  ১৯ ডিসেম্বর করাচিতে হবে দ্বিতীয় টেস্ট।

শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ায় নিঃসন্দেহে বাংলাদেশের ওপরও পাকিস্তানে যাওয়ার চাপ বাড়বে।



কলকাতা/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়