ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অক্টোবরে ইন্টেলের নবম প্রজন্মের প্রসেসর

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০২, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অক্টোবরে ইন্টেলের নবম প্রজন্মের প্রসেসর

প্রতীকী ছবি

মোখলেছুর রহমান : দীর্ঘদিন থেকেই কানাঘুষা চলছিল যে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে উন্মোচন হতে যাচ্ছে ইন্টেলের নবম প্রজন্মের প্রসেসর। যদিও ইন্টেলের ১০এনএম ক্যানন লেকের প্রসেসর পেতে অপেক্ষা করতে হবে ২০১৯ সাল পর্যন্ত। তবে এ বছরের মধ্যেই বর্তমানের প্রচলিত ১৪এনএম প্রসেসের উন্নত সংস্করণ চালু করতে যাচ্ছে ইন্টেল।

ডব্লিউসিসিএফটেক এর এক রিপোর্ট অনুযায়ী, ইন্টেলের নতুন কোর আই৯, আই৭ এবং আই৫-এই চিপগুলো আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই দেখা মিলবে। আর এই চিপগুলোই ইন্টেলের নবম প্রজন্মের প্রসেসর হিসেবে আসবে।

ধারণা করা হচ্ছে, ইন্টেলের এই মূল ধারার ফ্ল্যাগশিপ প্রসেসর, ‘কোর আই ৯-৯৯০০কে’তে ৮টি কোর এবং ১৬টি থ্রেড থাকবে। ফাঁস হওয়া তথ্য থেকে এটি সহজেই অনুমেয় যে, কোর আই৯ ই হতে যাচ্ছে ইন্টেলের প্রথম ডেস্কটপ প্রসেসর, যেখানে থাকবে ১৬এমবি এল৩ ক্যাশ এবং ইন্টেলের ইউএইচডি ৬২০ গ্রাফিক চিপ। এছাড়া ইন্টেলের নবম প্রজন্মের কোর আই৭ প্রসেসরে ৮টি কোর এবং ৮টি থ্রেড থাকতে পারে। নবম প্রজন্মের কোর আই৫ প্রসেসরে থাকতে পারে ৬টি কোর এবং ৬টি থ্রেড।

যদি প্রত্যাশিত সময়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই ইন্টেলের এই নবম প্রজন্মের প্রসেসরটি উন্মোচন হয় তবে এ বছরের শেষ নাগাদ বিভিন্ন ডিভাইসে এই প্রসেসরের ব্যবহার দেখা যেতে পারে। ইন্টেলের এই সর্বশেষ প্রসেসরগুলো গেম খেলা এবং অন্য ক্ষেত্রে এএমডি’র রাইজেন প্রসেসরের তুলনায় কতটা দ্রুত এবং কার্যকরী হবে, তার উত্তর আগামী মাসের শেষে মিলবে বলে আশা করা যায়।

তথ্যসূত্র : দ্য ভার্জ



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়