ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অধিভুক্তি বাতিলের দাবিতে স্মারকলিপি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিভুক্তি বাতিলের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরাবর স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে এ স্মারকলিপি দেয়।

প্রতিনিধিদলে ছিলেন ‘অধিভুক্ত সাত কলেজ বাতিল চাই কমিটি’র মুখপাত্র মো. শাকিল মিয়া ও রাকিব, রনি, আসিফ মাহমুদ, আব্দুল্লাহিল বাকি, রাকিব খান, রহমত উল্লাহ, শান্ত।

এ বিষয়ে মো. শাকিল মিয়া জানান, সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর স্মারকলিপি দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া আমরা স্মারকলিপিতে তুলে ধরেছি।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়