ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনিয়মের অভিযোগে ইটিআই মহাপরিচালককে বদলি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনিয়মের অভিযোগে ইটিআই মহাপরিচালককে বদলি

নিজস্ব প্রতিবেদক : অনিয়মের অভিযোগের মুখে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুককে বদলি করে ফরিদপুরে আঞ্চলিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে অতিরিক্ত টাকা খরচ ও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে ইটিআই’র নতুন মহাপরিচালক করা হয়েছে মো: নুরুজ্জামান তালুকদারকে। তিনি এর আগে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ছিলেন।

এছাড়া নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আর তার জায়গায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক হিসেবে যোগ দেবেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন।

বদলিকৃত কর্মকর্তাদেরকে বুধবারের (২৮ আগস্ট) মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। নইলে আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়