ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অন্ধদের শিক্ষার টাকা শিক্ষকের পকেটে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্ধদের শিক্ষার টাকা শিক্ষকের পকেটে

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত টাকা শিক্ষকের পকেটে।

অভিযুক্ত রিসোর্স শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনা জেলার সমাজসেবা অধিদপ্তরের অধীন বাস্তবায়নকৃত প্রকল্পের বিষয়ে সোমবার অভিযানকালে এমন সত্যতা বেরিয়ে আসে।

দুদক জানায়, অন্ধদের জন্য বরাদ্দকৃত অর্থ তাদের মাঝে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়।

অভিযানকালে দেখা যায়, খুলনা জেলা কার্যালয় কর্তৃক সমাজসেবা অধিদপ্তরের অধীন ‘সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’ নামীয় প্রতিষ্ঠানে অভিযানে অভিযুক্ত রিসোর্স শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম। তবে অনুসন্ধানের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করতে সম্মত হয়নি দুদক।


ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়