ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অন্যায়ের কাছে মাথা নত না করাই আশুরার শিক্ষা’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অন্যায়ের কাছে মাথা নত না করাই আশুরার শিক্ষা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করার শিক্ষা দেয় পবিত্র আশুরা।

শুক্রবার পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে হযরত হোসাইন রা. যেভাবে লড়াই করেছেন, সেভাবে আমাদের  লড়তে হবে। এ জন্য নেতা-কর্মীদেরকে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক  আলোচনায় দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, মুহাম্মদ মহসিন ভুঞা ও ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলার চরম অবনতি। সরকারের কর্মকর্তা কর্মচারীরা নীতি-নৈতিকতাহীন কাজে জড়িয়ে পড়ছেন।


রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়