ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অবশেষে ভোলা খাল দখলমুক্ত শুরু

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে ভোলা খাল দখলমুক্ত শুরু

ভোলা প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশের দেড় বছর পর ভোলা শহরের খাল দখল ও দূষণমুক্ত করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিনের নেতৃত্বে পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে শহরের মোল্লা ব্রিজ থেকে ভোলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

জেলা প্রশাসক সেলিম উদ্দিন জানান, ভোলা খালের মোল্লা ব্রিজ থেকে বাংলা স্কুল ব্রিজ পর্যন্ত ১৪৫টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে খালের পূর্ব পাশে ২৫টি, পশ্চিম পাশে পৌরসভার ১০২টি ও ব্যক্তি মালিকানার ১৮টি অবৈধ স্থাপনা রয়েছে। তিনি আরো জানান, আদালতের নির্দেশ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করে দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল।

এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে আজ কিছু ভেঙে দেওয়া হয়েছে। বাকিগুলোও পাঁচ দিনের মধ্যে ভেঙে দেওয়া হবে।

২০১৫ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে রিট দাখিল করে। পরে ওই বছরের ৪ মে আদালত ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেয়। 



রাইজিংবিডি/ভোলা/২৩ মার্চ ২০২৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়