ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অবৈধ রিকশা শনাক্তে কিউআর কোড

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ রিকশা শনাক্তে কিউআর কোড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি  করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ রিকশা শনাক্ত করতে বৈধ রিকশাগুলোতে কিউআর কোড বসানো হবে।

তিনি বলেন, ‘কোনো রিকশা মূল সড়কে চলতে পারবে না। বাইলেনে রিকশা চালানো যাবে। ’

বুধবার দুপুরে গুলশানে নগরভবনে রিকশা মালিক-চালক ও ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘অবৈধ রিকশা ও গ্যারেজ শনাক্ত করতে আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে দেব। সিটি করপোরেশন এলাকায় বৈধ রিকশাগুলোকে কিউআর কোড করে দেওয়া হবে। এটার যেন নকল না হতে পারে সে জন্য সর্বোচ্চ উন্নত প্রযুক্তি কাজে লাগানো হবে।’

তিনি বলেন, ‘চালাকদের ডাটাবেস করা হবে। এতে বোঝা যাবে কোন রিকশা কে চালাচ্ছেন। রিকশাচালকদের জন্য ওয়ার্ড ভিত্তিক ড্রেস করে দেওয়া হবে। সিটি করপোরেশনের ডাটাবেসে ২৭ হাজার ৫০০ রিকশা আছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের ২ হাজার ৩০০ কিলোমিটার রোড আছে। এর মধ্যে মাত্র ১৫ কিলোমিটার সড়কে রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে ।’

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়