ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অভিষেকের ৭ বছর পর...

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিষেকের ৭ বছর পর...

ক্রীড়া ডেস্ক : তার ওয়ানডে অভিষেক দেশের মাটিতেই। তবে ইসুরু ইদানা অভিষেক সিরিজের পর সাড়ে ছয় বছর আর ওয়ানডে খেলারই সুযোগ পাননি!

২০১২ সালের জুলাইয়ে হাম্বানটোটায় উদানার ওয়ানডে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। বাঁহাতি পেসার সিরিজে দুই ম্যাচ খেলে কোনো উইকেট পাননি। কাকতালীয়ভাবে দুই ম্যাচেই ৬ ওভার করে বোলিংয়ে দিয়েছিলেন সমান ৪২ রান!

এরপর প্রায় চার বছর আর জাতীয় দলেই সুযোগ পাননি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টি-টোয়েন্টি দিয়ে। এরপর নিয়মিত এই ফরম্যাটে খেললেও ওয়ানডেতে সুযোগ পাচ্ছিলেন না।

অবশেষে সুযোগটা আসে এ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর জায়গা করে নেন বিশ্বকাপ দলেও।

বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার সব ম্যাচে খেললেও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ পাননি। কলম্বোয় আজ দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেয়েছেন। বোল্ড করেছেন তামিম ইকবালকে।

তাতে উদানা পেয়েছেন দেশের মাটিতে প্রথম ওয়ানডে উইকেট, অভিষেকের ৭ বছর পর; আরেকটি জুলাই মাসে।।


রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়