ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘অর্থনৈতিক উন্নয়নে এসএমইর উন্নয়ন প্রয়োজন’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অর্থনৈতিক উন্নয়নে এসএমইর উন্নয়ন প্রয়োজন’

অর্থনৈতিক প্রতিবেদক : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি খাতের (এসএমই) উন্নয়ন ভীষণভাবে প্রয়োজন বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান।

তিনি বলেন, ‘স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন কাচঁমাল অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরবরাহের সুযোগ তৈরি করতে হবে। ফলে ক্ষুদ্র ও মাঝারি খাত (এসএমই) বিকাশিত হবে।’

বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাতীয় এসএমই নীতিমালা প্রণয়নের জন্য শিল্পমন্ত্রীর কাছে অনুরোধও জানান আবুল কাসেম খান।

আবুল কাসেম বলেন, ‘বর্তমানে দেশে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) খুব কম। বর্তমানে আমাদের দেশে এফডিআই ২ বিলিয়ন মার্কিন ডলার। অথচ ভিয়েতনামের মতো দেশে এটি ১২ বিলিয়ন ডলার। আমাদের এফডিআই কেন আশানুরূপ হচ্ছে না, তা খতিয়ে দেখা দরকার। বিদেশি বিনিয়োগ না বাড়াতে পারলে আমাদের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে না।’

তিনি বলেন, ‘পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। এতে দেশের পাট শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাপেক্সকে আরো শক্তিশালী করতে হবে।’

আবুল কাসেম বলেন, ‘আমাদের এখানে কষ্ট অব ডুয়িং বিজনেস প্রক্রিয়া আরো কমাতে হবে। অবকাঠামোগত সমস্যা, ব্যাংক ঋণের সুদ ও নানা ধরনের হিডেন চার্জ আমাদের খরচের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সরকার অর্থনৈতিক উন্নয়নে স্পেশাল ইকোনোমিক জোন করছে সরকার। এই ইকোনোমিক জোনগুলোতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়