ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অলিখিত ফাইনালে খুলনায় মুখোমুখি সাউথ-নর্থ জোন

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অলিখিত ফাইনালে খুলনায় মুখোমুখি সাউথ-নর্থ জোন

আব্দুল্লাহ এম রুবেল : ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বিসিএলের শেষ রাউন্ড শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এই রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি নর্থ জোন মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোনের। এই ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে শিরোপা উঠছে কোন দলের হাতে।

যদিও প্রথম পাঁচ রাউন্ড থেকে ৬০ পয়েন্ট সংগ্রহ করে শিরোপার অনেকটা কাছে চলে এসেছে বিসিবি নর্থ জোন। তবে অনেক যদি-কিন্তুতে শিরোপা জিততে পারে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক সাউথ জোনও। সরাসরি জয়ের পাশাপাশি বোনাস পয়েন্ট পেলে শিরোপার স্বাদ পেতে পারে রাজ্জাক-মাশরাফি-সোহানের সাউথ জোন।

ফলে এই ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ম্যাচে জয়ের প্রত্যাশা করেছে দুই দলই। অনেকটা পিছিয়ে থাকলেও শিরোপার আশা ছাড়েনি প্রাইম ব্যাংকের অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ম্যাচকে সামনে রেখে সোমবার সকালে আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে দুই দলই। অনুশীলন শেষে দুই দলের অধিনায়ক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন।

শিরোপার খুব কাছে থাকলেও একটুও আত্মতুষ্টিতে ভুগছে না বিসিবি নর্থ জোন। দলের অধিনায়ক জহিরুল ইসলাম অমি জানান, গত ম্যাচের মতোই আগ্রাসী থাকবে তার দল। সবাই পজেটিভ ক্রিকেট খেলতে পারলে অন্তত ম্যাচটা ড্র হবে। আমাদের দলের খেলোয়াড়রা সহজে ছাড় দেয় না।’

ম্যাচ ড্র করলেও চ্যাম্পিয়ন হবে নর্থ জোন, তবুও তাদের লক্ষ্য ম্যাচ জয় এমনটা জানিয়ে অমি বলেন, অবশ্যই ম্যাচ আমরা জয়ের জন্য খেলব। তবে ম্যাচের সিচুয়েশন যদি কখনও এমন হয়, তখন সেভাবেই সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রতিপক্ষ দলে মাশরাফি খেলবেন আর নিজেদের দলে পাচ্ছেন না মুশফিক বা নাসিরকে এটা কি পিছিয়ে রাখবে জানতে চাইলে অমি বলেন, ‘মাশরাফি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মাশরাফি তাদের দলের শক্তি বাড়াবে এটা ঠিক, তবে ক্রিকেট তো শুধু একজনের খেলা না। মুশফিক বা নাসির না থাকলেও আমরা কিন্তু সর্বশেষ ম্যাচটা জিতেছি। আমাদের এই দলের খেলোয়াড়দের সেই আত্মবিশ্বাসটা আছে। সবাই ঠিকঠাক খেলতে পারলে ম্যাচ জিতব আমরা।’

অপরদিকে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও প্রাইম ব্যাংক সাউথ জোনের অধিনায়ক সোহান জানালেন, অবশ্যই তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমরা এখন দ্বিতীয় অবস্থানে আছি। আমাদের প্রথম অবস্থানে যেতে হলে অবশ্যই বোনাস পয়েন্টসহ জিততে হবে। অবশ্যই আশা থাকবে আমরা যেন পুরো পয়েন্টসহ জিততে পারি।’

দলের সাথে মাশরাফির যুক্ত হওয়াটা অবশ্যই বাড়তি হিসেবেই দেখছেন অধিনায়ক সোহান। সেই সাথে বলেন, আমাদের দলটা এখন খুব ভালো ফর্মে আছে। রাজ ভাই ভালো করছেন, তুষার ভাই ভালো করছেন। মাশরাফি যোগ দিচ্ছেন। সবাই মিলে যদি নিজেদের সেরাটা যদি খেলতে পারি ভালো কিছুই হবে। প্রথমবারের মতো চারদিনের ম্যাচে অধিনায়কত্ব করছেন সোহান। তার অধীনে খেলছেন তুষার ইমরান, ইমরুল কায়েস কিংবা মাশরাফির মতো খেলোয়াড়। বাড়তি চাপ আছে কি না জানতে চাইলে সোহান বলেন, আমি অধিনায়কত্ব উপভোগ করছি। দলের সিনিয়র ক্রিকেটার সাবাই খুব সহযোগিতা করেন। এর আগেও ঢাকা প্রিমিয়ারে শেখ জামালের হয়ে অধিনায়কত্ব করেছি। সেখানেও রানার্স আপ হয়েছি। আসলে এটা আমার জন্য কোন বাড়তি চাপ নয়। আমি উপভোগ করছি অধিনায়ত্ব।’




রাইজিংবিডি/খুলনা/২৩ এপ্রিল ২০১৮/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়