ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন শুরু

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।

ব্যক্তি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক, এনআরবি, মিউচুয়াল ফান্ড এবং কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিমের বিনিয়োগকারীরা এ ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

রোববার আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৭ জানুয়ারি বিএসইসির ৫৯৫তম কমিশন সভায় কিছু সংশোধনীসহ বে-মেয়াদি অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা। কনভারশন গাইডলাইন অনুসরণ করার কারণে প্রসপেক্টাসে কিছু সংশোধনী প্রয়োজন হয়। সেগুলোসহ বে-মেয়াদি গ্রোথ ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন হয়। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৪০ কোটি টাকা।

বে-মেয়াদিতে রূপান্তরের আগে ফান্ডটির নাম ছিল অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড। তখন সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, যা অপরিবর্তিত থাকবে। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

বর্তমান বিধি অনুসারে, বেমেয়াদি ফান্ড স্টক এক্সচেঞ্জে লেনদেনযোগ্য নয়।




রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/সাইফ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়