ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়াকে ২৬৪ টার্গেট দিল পাকিস্তান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়াকে ২৬৪ টার্গেট দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচে এক জয় এবং অপরটিতে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতায় রয়েছে পাকিস্তান। পার্থে আজ তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে দলটি।

টস হেরে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করেছে পাকিস্তান। জিততে হলে এই লক্ষ্য তাড়া করতে হবে অসিদের।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন শুরুতে ব্যাট করা বাবর আজম। ১০০ বল মোকাবেলায় ৪টি চার ১টি ছক্কায় এ ইনিংসটি সাজান তিনি। শুরুতেই হাফিজ ব্যক্তিগত ৪ রানে বিদায় নিলেও শারজিলের ব্যাট থেকে আসে ৫০ রান। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৮টি চার আর একটি ছক্কার মার। এছাড়া আসাদ শফিক ৫, ইমাদ ওয়াসিম ৯ রানে বিদায় নেন। ৩৯ রান করেন শোয়েব মালিক। আরও ৩৯ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। ১৪ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন পেসার জস হ্যাজেলউড। দুটি উইকেট পান ট্রেভিস হেড আর একটি করে উইকেট দখলে নেন প্যাট কামিন্স ও বিল্লি স্ট্যানলেক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়