ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অস্ট্রেলিয়ায় কয়েকটি কনস্যুলেটে ‘সন্দেহজনক প্যাকেট’

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় কয়েকটি কনস্যুলেটে ‘সন্দেহজনক প্যাকেট’

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ক্যানবেরায় কয়েকটি বিদেশি কনস্যুলেটে সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

বুধবার সকালে অস্ট্রেলিয়ার পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

মেলবোর্ন মেট্রোপলিটন ফায়ার বিগ্রেড এ তথ্য নিশ্চিত করে জানায়, মেলবোর্নে কয়েকটি ঘটনা খতিয়ে দেখতে তারা পুলিশ সহায়তা করছে। কয়েকটি কনস্যুলেটে এসব সন্দেহজনক প্যাকেট পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ বলেছে, ‘খুব গুরুত্ব সহকারে এসব প্যাকেট পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ হাই কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছি।’

‘আমাদের সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদ আছে,’ বলেন তিনি।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়