ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘অস্তিত্ব সংকটে আবোলতাবোল বলছে বিএনপি’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অস্তিত্ব সংকটে আবোলতাবোল বলছে বিএনপি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : অস্তিত্ব সংকটে পড়ে ভবিষ্যতকে বিপণ্ন মনে করে বিএনপির শীর্ষ নেতারা এখন আবোলতাবোল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় এ মন্তব‌্য করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ তাঁতী লীগ।

সোমবার লন্ডনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওই প্রসঙ্গে তুলে ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট তারেক রহমানের জন্য বিব্রতকর। জিয়াউর রহমান ১৫ আগেস্ট হত‌্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আর তারেক রহমান ২১ আগস্টের মাস্টারমাইন্ড। আগস্ট এলেই তাদের ঘা লাগে। তারেক একেকবার একেক বিষয় নিয়ে কথা বলে। একবার বলে শেখ মুজিব স্বাধীনতাই চাননি। এখন আবার কাকে না কি জাতীয়তাবাদী জাতির পিতা বানাচ্ছে।’

‘সে (তারেক রহমান) টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র করছে। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে যারা মিথ্যাচার করে ইতিহাসের আস্তাকুঁড়ে তারা নিক্ষিপ্ত হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রচলিত আদালতে বিচার হয়েছে, ইতিহাসের আদালতেও বিচার শুরু হয়েছে, জনতার আদালতের বিচার শুরু হয়েছে। ভোটের রাজনীতিতে এই দল ক্রমে আরো সংকুচিত, আরো অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। কাজেই বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে এবং ভবিষ্যতকে বিপণ্ন মনে করে এখন আবোলতাবল বলছে।’

বিএনপির জন্য আগস্ট অস্বস্তির মাস, উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আগস্ট মাস একটি দলের জন্য বিবেক দংশনের মাস। এই মাস অস্বস্তির মাস। তাদের আমি বলব, বিএনপি ইতিহাসের কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে চরম অস্বস্তিতে দিন যাপন করছে। তাদের অবস্থা এত অস্থিরতা ও অস্বস্তির মধ্যে নিপতিত যে, তাদের নোংরা আবোলতাবোল বক্তব্য প্রদানের মধ্য দিয়ে নেতিবাচক রাজনীতি, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি উন্মোচিত হচ্ছে।’

বিএনপি সত্যের মুখোমুখি হয়ে সত্যকে স্বীকার করে না, অভিযোগ করে তিনি বলেন, ‘এরা তারা, যারা স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠককে ঘোষক বানাতে অপচেষ্টা করেছে। ইতিহাসের মীমাংসিত সত্যকে অমীমাংসিত করার জন্য এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। জাতির পিতার খুনিদের পুরস্কৃত ও পুনর্বাসন করেছে। সংবিধানে আইন করে এই খুনিদের বিচারের পথ রুদ্ধ করেছে।’

বঙ্গবন্ধুর নামে বিভিন্ন ধরনের সংগঠনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে দোকান খুলেছে, এসব দোকান বন্ধ করতে হবে। আপনাদের কোনো স্বীকৃতি নেই। কখনো বঙ্গবন্ধু, কখনো নেত্রীর ছবি, কখনো জয়ের ছবি ব্যবহার করে কিছু কিছু লোক আজকে রাজনীতির দোকান খুলে বসেছে। চাঁদাবাজি করে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে। কাজেই এদের বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’

চিন্তা, চেতনায় ও কর্মে বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে তার পরিবারের সদস্যের কাছ থেকে সততার শিক্ষা নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপির যুবরাজ তারেক রহমানের মতো দুর্নীতির হাওয়া ভবন নেই বঙ্গবন্ধু পরিবারের কারোরই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কিন্তু তার বোন শেখ রেহানা লন্ডনে চাকরি করে জীবিকা নির্বাহ করেন। বাসে করে অফিসে যান। সততা তারা লালন করেন। নেত্রীর সন্তানদের কোনো হাওয়া ভবন নেই। শেখ রেহানার সন্তান চাকরি করে সৎ জীবন যাপন করেন। সুতরাং তাদের থেকে সততার শিক্ষা নিতে হবে।’

তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সুদীপ চন্দ্র হালদার প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৯/রেজা/বুলাকী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়