ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য গুগলের ‘ফাইন্ড মাই ফোন’ সেবা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ১৮ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য গুগলের ‘ফাইন্ড মাই ফোন’ সেবা

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগলের একটি অনন্য সেবা ‘ফাইন্ড মাই ফোন’। যদি কখনো এমন পরিস্থিতি হয় যে, আপনি আপনার ফোনটি খুঁজে পাচ্ছেন না এবং সেসময় আপনার সঙ্গে অন্য কোনো ফোনও নেই যে, খুঁজে না পাওয়া ফোনটিতে কল দিয়ে তা পাবেন। - তাহলে এক্ষেত্রে ব্যবহার করতে পারেন গুগলের ‘ফাইন্ড মাই ফোন’ সেবাটি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আপনার ফোনটি খুঁজে না পেলে, খুঁজে পাওয়ার উপায় দিচ্ছে গুগল। এক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার থেকে গুগল সার্চে গিয়ে টাইপ করুন ‘ফাইন্ড মাই ফোন’। সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সম্ভাব্য অবস্থান জানিয়ে দেবে গুগল।

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আপনার ফোনটা বাজানো শুরু করে দেবে। একবার এই অপশনে গেলে টানা পাঁচ মিনিট ধরে বাজবে আপনার ফোন। এই সেবা পেতে আপনার ফোনে গুগল অ্যাপের সর্বশেষ ভারসনটা থাকতে হবে এবং স্মার্টফোনে ফোনের লোকেশন সার্ভিসটা অন করে রাখতে হবে।

গুগলের এই সেবাটির অন্যতম বিশেষ সুবিধা হচ্ছে, ফোনটি যদি হারিয়ে ফেলে থাকেন, তা হলে ফোনটি লক করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনার সব ডাটাও মোবাইল থেকে মুছে ফেলতে পারবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়