ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে শিশুসহ তিনজন আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা বটতলা এলাকা সংঘর্ষ হয়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইয়াসিন মোল্লা দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে লাশ নিয়ে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো থ-৭১-২৫০৮) ওই স্থানে পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো উ-১৪-২০২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হয়েছে তিনজন।

আহতদের মধ্যে একটি শিশু ও দুইজন নারী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। হতাহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।




রাইজিংবিডি/বগুড়া/২৭ এপ্রিল ২০১৮/একে আজাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়