ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নেই অ্যান্ডারসন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নেই অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক : গোড়ালির চোটে মর্যাদার অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র চার ওভার বোলিং করতে পেরেছিলেন জেমস অ্যান্ডারসন। এজবাস্টন টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে সবার শেষে নামতে দেখা গেছে তাকে। গোড়ালির চোটের কারণে এবার দ্বিতীয় টেস্টে মাঠেই নামা হচ্ছে না টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেসারের।

প্রথম টেস্টের পরই অ্যান্ডারসনের চোটের পরীক্ষা করানো হয়। এমআরআই রিপোর্টে দেখা যায় গোড়ালির চোটে ভুগছেন তিনি। ফলে ইংল্যান্ড মেডিক্যাল টিমের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে তাকে।

গত জুন থেকে ইংল্যান্ডের হয়ে কোনো ম্যাচে খেলছেন না অ্যান্ডারসন। গোড়ালির চোটের কারণে এর আগেও ভুগতে হয়েছে তাকে। ফিটনেসের সব পরীক্ষায় পাসের পর অ্যাশেজে খেলতে এসে আবারও চোটকে সঙ্গী করেছেন তিনি।

অ্যান্ডারসনের চোটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্টে ২৫১ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় টেস্টের জন্য তার পরিবর্তে বিকল্প খেলোয়াড়র নাম এখনো ঘোষণা করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৪ আগস্ট দ্বিতীয় টেস্টে সিরিজে ফেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।


রাইজিংবিডি/ঢাকা/ ৬ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়