ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আ. লীগের ডিজিটাল প্রতিষ্ঠাবার্ষিকী ‘অনুকরণীয়’, তবে...

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আ. লীগের ডিজিটাল প্রতিষ্ঠাবার্ষিকী ‘অনুকরণীয়’, তবে...

করোনা মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ডিজিটাল পদ্ধতিতে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলো।  ডিজিটাল অনুষ্ঠানকে তারা অন্যান্য দলের জন্য ‘অনুকরণীয়’ বলেও মনে করছেন। তবে, কেউ কেউ বলছেন, কেবল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ডিজিটালি পালন করলেই হবে না, অন্যান্য কর্মসূচিতেও সামাজিক দূরত্বের বিষয়কে গুরুত্ব দিতে হবে।

প্রসঙ্গত, ২৩ জুন সারাদেশে পালিত হলো আওয়ামী লীগের ৭১ প্রতিষ্ঠাবার্ষিকী। করোনার কারণে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীমিত আকারে দলীয় কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগের নেতারা অনলাইন সভায় অংশ নেন।

আওয়ামী লীগের ডিজিটাল প্রতিষ্ঠাবার্ষিকীকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেন জাতীয় পার্টি (জাপা)-এর প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। তিনি বলেন, ‘মহামারির এই দুঃসময়ে সব দলের উচিত—শারীরিক উপস্থিতির কর্মসূচি বাদ দিয়ে এই ধরনের ডিজিটাল কর্মসূচি পালন করা।’

শফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনা নিয়ন্ত্রণে দেশে বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বারবার স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবকিছু করার জন্য নির্দেশনা দিচ্ছেন। আর দলীয়ভাবে আওয়ামী লীগ ডিজিটাল প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে প্রধানমন্ত্রীর  নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। এর ফলে অন্য দলগুলোও এভাবে কর্মসূচি পালনে উৎসাহিত হবে বলে মনে করি।’ 

জানতে চাইলে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেন,  ‘রাজনৈতিক দলগুলো চাইলে  আওয়ামী লীগের এই কর্মসূচি অনুকরণ করতে পারে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে ডিজিটালি কর্মসূচি পালন করেছে, তাতে তারা  নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনার অজুহাতে তারা প্রতিষ্ঠাবার্ষিকীকে বাদ দেয়নি। বরং স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশ মেনে তারা যথাসময়ে কর্মসূচি পালন করেছে।’

আওয়ামী লীগের ডিজিটাল প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘করোনার এ অবস্থায় আমরা নিজেরাও গত কয়েকমাস ধরে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তবে, আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী ডিজিটাল পদ্ধতিতে করেছে। এই কর্মসূচি অবশ্য প্রশংসাযোগ্য। কিন্তু তারা অন্যান্য কর্মকাণ্ডে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে যেভাবে কর্মসূচি পালন করছে, তা দুঃখজনক। শাসক দল যদি নিজেদের নির্দেশনা নিজেরাই না মানে, তাহলে জাতির কাছে খারাপ বার্তা যাবে। শাসক দল হিসেবে আওয়ামী লীগকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’

ক্ষমতাসীন দলের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে স্বাগত জানালেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘এত বড় দলের প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু তারা সরকারি নির্দেশনা মেনে কোনো ধরনের জমায়েত করেননি, এটি রাজনীতিতে ইতিবাচক দিক বলে মনে করি।’

প্রায় একই অভিমত জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকও। তিনি বলেন, ‘যেকোনো সংগঠন সেটা করতে পারে।’ এ সময়ে ডিজিটাল কর্মসূচি পালন করা উচিত বলেও তিনি মনে করেন।


নঈমুদ্দীন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়