ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইনজীবী আবিদা হত্যাকারীদের শাস্তি দাবি

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইনজীবী আবিদা হত্যাকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : মৌলভীবাজারের বড়লেখায় নিহত আইনজীবী আবিদা সুলতানার হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরমা মার্কেটস্থ নাগরী চত্বরে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধনে শতাধিক আইনজীবী উপস্থিতি ছিলেন।

গত ২৬ মে রাতে বড়লেখায় পৈত্রিক বাসায় নির্মমভাবে খুন হন আইনজীবী আবিদা সুলতানা (৩২)। তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা আবিদার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সাবেক সভাপতি এ কে এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী, সরওয়ার আহমদ চৌধুরী আবদাল প্রমুখ।




রাইজিংবিডি/সিলেট/৩০ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়