ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘আইনের শাসন থাকলে সুবিচারের প্রশ্ন আসতো না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আইনের শাসন থাকলে সুবিচারের প্রশ্ন আসতো না’

ফাইল ফটো

‘আইনের শাসন থাকলে সুবিচারের প্রশ্ন আসতো না’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সংগ্রামী দল এ সভার আয়োজন করে।

দুদু বলেন, ‘দেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে সুবিচারের প্রশ্ন আসতো না। দেশে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল তার চেতনা থাকলে সুবিচারের প্রশ্ন আসত না। বাংলাদেশকে সারা বিশ্বের কাছে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে গণ্য করেছেন এই সরকার।’

তিনি বলেন, ‘বেগম জিয়ার মুক্তির দরকার। গায়ের জোরে তাকে আটকে রাখা হয়েছে। জোর যার মুল্লুক তার। আমরা একটা বন্য সমাজে বসবাস করছি।’

‘আওয়ামী লীগ যতই মনে করুক অনন্তকাল ক্ষমতায় থাকবে, কিন্তু তা সম্ভব না’ উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘তাহলে তো পাকিস্তান থাকতো, বৃটিশরা থাকতো। বেগম জিয়াও প্রধানমন্ত্রী হবেন একদিন। বিএনপিও ক্ষমতায় আসবে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হানিফ।

উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়