ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের গান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের গান

দীর্ঘ বিরতির পর মুক্তি পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজের ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের দ্বিতীয় গান ‘উড়ে যাওয়া পাখির চোখে’। গানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে।

অ্যাশেজ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, ‘আমরা বিশ্বাস করি কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি গানের মাধ্যমে সবার অন্তরে বেঁচে থাকবেন।’

তিনি আরো বলেন, ‘বেঁচে থাকার দীপ্তশিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে জেদটুকু থাকা জরুরি তা এই গানের উপজীব্য বিষয়। আশা করছি, গানটি আমাদের ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে।’

ব্যান্ড দলটি তাদের যাত্রার দশ বছর পার করেছে। তাদের প্রথম অ্যালবাম ‘ছারপোকা’। প্রকাশের পর এটি শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল।

দেখুন: গানটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়