ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘আওয়ামী লীগ জানে জনগণ তাদের ছাড়বে না’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আওয়ামী লীগ জানে জনগণ তাদের ছাড়বে না’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ জানে তাদের সীমাহীন দুর্নীতির কথা প্রমাণিত হলে বাঁচবে না, জনগণ তাদের ছেড়ে দেবে না। যার কারণে যেভাবেই হোক ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা সফল হবে না।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল তাদের নেতা-কর্মীদের উদ্দেশ করে প্রকাশ্যে বলেছেন, ক্ষমতা হারালে জানে বাঁচবেন না। এ ধরনের কথা কারা বলতে পারে? এ কথা থেকেই প্রমাণিত হয় তারা নিজেরাই জানেন, তারা যে অন্যায় করছেন, নির্যাতন করছেন, দুর্নীতি করেছেন, জুলুম করেছেন। ক্ষমতা হারালে এগুলো প্রমাণ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসন আগেই বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসাপরায়ণ হবে না। তারা যেমন বিএনপির ওপর ইচ্ছামতো নির্যাতন-জুলুম করছে, কোনো কিছুতে জিয়ার নাম দেখলেই সেটা পরিবর্তন করছে, আমরা ক্ষমতায় গেলে এমন প্রতিহিংসাপরায়ণ হব না।’

আওয়ামী লীগের মধ্যে বড় ধরনের অস্থিরতা ও ভীতি কাজ করছে, মন্তব্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির বৈঠকে সার্চ কমিটি গঠনে কে এম হাসানের নাম প্রস্তাব করেনি বিএনপি। অথচ ওবায়দুল কাদের বলেছেন আমরা নাকি করেছি। আসলে ভয়ে ও অস্থিরতায় আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। কী করবে, বুঝে উঠতে পারছে না। যদি আমরা তার নাম প্রস্তাব করেও থাকি তাহলেও তো তাদের তা জানার কথা নয়।’

দেশের বিভিন্ন ক্ষেত্রে কোকোর অবদানের কথা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘মৃত্যুর আগে কোকো ক্রিকেটাঙ্গনে বিশাল এক পরিবর্তন করে গেছেন। আজ দেশে ক্রিকেটের যে বিশ্বব্যাপী নাম তার প্রথম ধাপই শুরু হয়েছে কোকোর হাত ধরে। তিনি প্রচারবিমুখ ছিলেন, কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি কোনো পদ-পদবির জন্য কাঙাল ছিলেন না। কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ অনেক অপপ্রচার চালিয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।’

ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সভপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইয়ুথ ফোরামের সহসভাপতি ফারজানা ইসলাম লিলি প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/সাইফুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়