ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘আকসুর প্রতিবেদন প্রকাশ পেলে প্রিয় মুখও অপ্রিয় হয়ে যাবে’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২২ জুলাই ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আকসুর প্রতিবেদন প্রকাশ পেলে প্রিয় মুখও অপ্রিয় হয়ে যাবে’

ইয়াসিন হাসান: আইসিসির দুর্নীতি দমন কমিশন বিভাগের (আকসু) প্রতিবেদনে অনেক প্রিয় মুখও থাকতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

রকিবুল হাসান সোমবার এই মন্তব্য করেন রাইজিংবিডি’র সঙ্গে একান্ত সাক্ষাতকারে।

এসময় তিনি আরও বলেন, যাদের আমরা পছন্দ, সম্মান করি তাদের নাম যদি স্পট ফিক্সিংয়ের তালিকায় পাওয়া যায়, তবে প্রিয় মুখগুলো অপ্রিয় হয়ে যাবে প্রতিবেদন প্রকাশ হলেই।

আকসুর রিপোর্টে বাংলাদেশ ক্রিকেটকে যারা কলঙ্কিত করেছে তাদের মুখোশ উন্মোচন হবে জানিয়ে রকিবুল হাসান বলেন, এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট একটা বড় ‘কম্পন’র সামনে দাঁড়িয়ে। আকসুর রিপোর্ট পাওয়া যাবে আগামী ২ থেকে ৪ আগস্টের মধ্যে। আর তখনই স্পট ফিক্সিং নিয়ে একটা ‘বোমা’ ফাটবে।

এসব কথার সূত্র সম্পর্কে রকিবুল হাসান বলেন,‘ব্যাক্তি পরিচয়ে আইসিসির সঙ্গে আমার কথা হয়েছে। তারাই জানিয়েছে যে, রিপোর্ট প্রকাশিত হলে অনেক প্রিয়মুখের নাম বের হয়ে আসতে পারে। যাদের আমরা অনেক সম্মান করি, ব্যবহার করি প্রচারণার কাজে।’

সূত্রটির বরাত দিয়ে সাবেক এই অধিনায়ক আরও জানান, আশরাফুলের স্বীকারোক্তি অনুযায়ী অনেক সিনিয়র ক্রিকেটারের নাম আকসুর প্রতিবেদনে আসার সমুহ সম্ভবনা রয়েছে। কারণ আাইসিসি আশরাফুলের সমস্ত বক্তব্যই তদন্ত করেছে।’

রকিবুল হাসান মনে করেন,‘স্পট ফিক্সিং’ বাংলাদেশ ক্রিকেটে কলঙ্ক লাগিয়েছে।

তার মতে,‘আমাদের মতো দেশের জন্য স্পট ফিক্সিং একটি ভয়ানক ধাক্কা। আর এটা এমন একটা সময়ে ঘটলো, যখন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’

তবে বিষয়টি (স্পট ফিক্সিং) এখনই জানাজানি হওয়ায় বাংলাদেশ ক্রিকেটের জন্য সুবিধা হয়েছে বলে উল্লেখ করেন রকিবুল হাসান। তিনি মনে করেন, অনেক ডাল-পালা বিস্তৃত হবার আগেই বিষয়টা সবার নজরে আসাটা অবশ্যই দেশ ও দেশের ক্রিকেটের জন্য আর্শীবাদের। আজ হয়তো আশরাফুল জড়িয়েছে, পরবর্তীতে আরও অনেকে জড়িয়ে যেতো।

তিনি বলেন, ক্রিকেট বোর্ডের এখন বড় দায়িত্ব কিভাবে তারা স্পট ফিক্সিং নিয়ন্ত্রণ করবে। এক্ষেত্রে খেলোয়াড়দের নৈতিক শিক্ষা, দেশের সামগ্রিক স্বার্থ-এসব বিবেচনার বিষয়টিতে জোর দেন সাবেক এই অধিনায়ক। 

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ওনাররাও স্পট ফিক্সিংয়ে জড়িত আছে্ন জানিয়ে রকিবুল হাসান বলেন,‘একটা ম্যাচ ফিক্সিং একজনের পক্ষে সম্ভব নয়। একজন স্পট ফিক্সারের সাথে তার দলের অধিনায়ক, সতীর্থরাও জড়িত থাকেন। পাশাপাশি সেইসব খেলোয়ারদের পিছনে ফ্র্যাঞ্চাইজিরাও থাকেন। আমাদের দেশেও তাই হয়েছে।

অভিযোগ আছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ওনাররাও স্পট ফিক্সিংয়ে জড়িত। আকসুর রিপোর্টে এ অভিযোগ প্রমাণ হলে খেলোয়াড়দের শাস্তির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদেরও শাস্তি দিতে হবে। বোর্ডের সঙ্গে তাদের চুক্তিও বাতিল করতে হবে।’



রাইজিংবিডি/কেএস/এমএএস/এলএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়