ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আকাশে নিজেকে উঠাইনি, মাটিতেও নামছি না’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আকাশে নিজেকে উঠাইনি, মাটিতেও নামছি না’

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।  বৈশ্বিক মঞ্চে এমন অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেনি অন্য কেউ। 

সাকিব যেই স্ট্যান্ডার্ড তৈরি করেছেন তাতে তার কাছ থেকে প্রত্যাশা বেড়েছে বহুগুণ।  কিন্তু চট্টগ্রাম টেস্টে সাকিবের পারফরম্যান্স ছিল গড়পড়তা।  দুই ইনিংসে বোলিংয়ে পাঁচ উইকেট, ব্যাটিংয়ে ৫৫ রান।  নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব নিজেও সন্তুষ্ট নন। তবে সর্বোচ্চ পর্যায় থেকে যে তলানিতে চলে গেছেন এমনটা মানতে চান না।  চট্টগ্রাম টেস্ট শেষে জানালেন, বরাবরের মতো তিনি চেষ্টা চালিয়ে যাবেন ভবিষ্যতে ভালো ফল পেতে। 

‘বিশ্বকাপে ভালো খেলার পর আমি নিজে থেকে খুব যে আকাশে ছিলাম তা নয়।  আবার এই ম্যাচ খারাপ খেলার পর আমি নিজেকে মাটির তলে চলে যাচ্ছি, এমনটাও নয়। আমি যেখানে ছিলাম সেখানেই আছি।  আমি সবসময় যেটি বলেছি, চেষ্টা থাকে কিভাবে ভালো করতে পারি।  সবসময় অবদান রাখতে পারব না, এটি খুবই স্বাভাবিক।  একটা ম্যাচ খারাপ যেতেই পারে। ’

আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের হার অন্যসবার মতো সাকিবের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।  তবে বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বাজে দিন বলতে সাকিবের আপত্তি রয়েছে।  পাশাপাশি এসব পরাজয় নিয়ে বেশি মাথা ঘামাতে রাজী নন তিনি।  বাংলাদেশের টেস্ট অধিনায়ক তাকিয়ে নিজেদের পরবর্তী অ্যাসাইনমেন্টে।

‘আমার স্মৃতি কম মনে থাকে।  বলতে পারব না ভালো সময় নাকি খারাপ সময়।  খারাপ খেলেছি ম্যাচ হেরেছি।  এমন না যে এর আগে কখনও আমরা হারিনি বা জিতিনি।  আমরা বাজে খেলেছি পাশাপাশি আফগানিস্তানও খুব ভালো খেলেছে।’

‘টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে হয়তো সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সেজন্য প্রস্তুতি নিতে হবে। হাতে খুব বেশি একটা সময় নেই। আজ ৯ তারিখ, ১৩ তারিখে প্রথম ম্যাচ। তিন দিন মাত্র হাতে সময় আছে আমাদের। খুব তাড়াতাড়ি টার্ন অ্যারাউন্ড করতে হবে।’

‘বেশিরভাগ খেলোয়াড় এখানে যারা আছে তারা টি- টোয়েন্টিতে খেলবে। তাই সবার মানসিকতা পরিবর্তন করে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে আনতে হবে এবং ভালো পারফর্ম করে ফলাফলও আনতে হবে নিজেদের পক্ষে। আমাদের জন্য এটি কঠিন। কিন্তু এই ফলাফলটিও আমাদের জন্য খুবই জরুরি যে, আমরা যেন ভালো একটি শুরু করতে পারি সিরিজটিতে।’ – বলেছেন সাকিব।


রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়