ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা এফেয়ার্স মি. কিজেং ওয়াং চং।

শনিবার দুপুরে বন্দর পরিদর্শনে এসে তিনি স্থলবন্দরের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে এই বন্দরের সঙ্গে নৌ পথের যোগাযোগ বিষয়েও তিনি সংশ্লিষ্টদের খোঁজ নেন। এ সময় তিনি জানতে চান এ বন্দর দিয়ে কি কি পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের সুযোগ সুবিধা কি রকম। স্থলবন্দরের কাছের নৌ-বন্দর সম্পর্কেও তিনি খোঁজ নেন।

বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. আব্দুল করিম, ওসি রসুল আহমেদ নিজামীসহ অন্যান্যরা ওই কর্মকর্তাকে স্বাগত জানান। স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
 

ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়