ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আগস্টে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আগস্টে মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প

ঈদের পর ক্রিকেটারদের মাঠে ফেরানো শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল সূত্র থেকে এমনটাই নিশ্চিত হওয়া গেছে।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও জানালেন একই কথা। তবে সরকারের সবুজ সংকেত অপেক্ষায় থাকবে বোর্ড। এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিবির।

১০ আগস্টের পর ক্রিকেটারদের মাঠে ফেরানোর ইচ্ছা বিসিবির। শুরুতেই হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস ট্রেনিংয়ের কাজ শেষে শুরু হবে স্কিলের কাজ। নির্বাচক প্যানেল এরই মধ্যে ৩৮ জনের স্কোয়াড বেছে নিয়েছে। তাদেরকে নিয়ে তিন গ্রুপে হবে ক্যাম্প। স্বাস্থ্যবিধি মেনে এক গ্রুপ কাজ করে যাওয়ার পর অন্য গ্রুপ যোগ দেবে।

মিনহাজুল আবেদীন নান্নু রাইজিংবিডিকে বলেন, ‘আমরা এর আগেও ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিলাম, বিসিবি সেভাবে মাঠ, জিম এবং অন্যান্য অবকাঠামো প্রস্তুত করেছিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পিছিয়ে যেতে বাধ্য হয়েছি। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের মাঠে ফেরাতে চাচ্ছি। সরকার অনুমোদন দিলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ফিটনেস ক্যাম্প শুরু হতে পারে।’

পুরোদমে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চায় বিসিবি। এজন্য দেশের বাইরে থাকা কোচিং স্টাফদেরও ফেরানো হবে। জানা গেছে, কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্যান্য কোচিং স্টাফরাও কর্মস্থলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। ক্রিকেটারদের মাঠে ফেরানোর আগে তাদের বাংলাদেশে আনা হবে। এরপর ১৪ দিনের আইসোলেশনে রেখে কাজে যোগদানের অনুমতি দেওয়া হবে।

ক্রিকেটারদের মাঠে ফেরানোর আগে প্রত্যেকের করোনা টেস্ট করাবে বিসিবি। দলের সঙ্গে যুক্ত প্রত্যেকের করোনা টেস্ট বাধ্যতামূলক।

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়