ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আগামীতে বাজেট আরো বাড়াতে হবে’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আগামীতে বাজেট আরো বাড়াতে হবে’

মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। ২০২০-২১ অর্থবছরের জন্য সংস্কৃতি খাতে ৫৭৯ কোটি ২৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গতবার এই খাতে বাজেট ছিল ৫৭৫ কোটি টাকা। সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেটকে কীভাবে দেখছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা?

এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেটের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি এই খাতের জন্য বাজেট অপ্রতুল বলেও তিনি মন্তব্য করেছেন। নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘সংস্কৃতি খাতে বাজেট অল্প বেড়েছে। অথচ এই খাতে বাজেট আরো বেশি বাড়ানোর প্রয়োজন ছিল। কারণ এবার করোনা প্রকোপের সময়ে দেখেছি, সাংস্কৃতিকভাবে আমরা কতটা পিছিয়ে আছি। আমরা কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি মেনে চলিনি। এটি আমাদের সাংস্কৃতিক বিপর্যয়। অর্থাৎ আমরা সাংস্কৃতিকভাবে এ বিষয়ে মানুষকে উৎসাহিত করতে পারিনি। এজন্য আমাদের যে সাংস্কৃতিক শিক্ষা দরকার সেদিকেও সরকারের নজর দিতে হবে। আগামীতে বাজেট আরো বাড়াতে হবে- এটা আমাদের দাবি থাকবে।’

অন্যদিকে নাট্যাভিনেতা, নির্দেশক মামুনুর রশীদ প্রস্তাবিত এই বাজেটে সন্তোষ প্রকাশ করেননি। তিনি বলেন, ‘মানবিক মূল্যবোধের সমাজ নির্মাণ করতে হলে সংস্কৃতি খাতকে গুরুত্ব দিতে হবে। কিন্তু জাতীয় বাজেটে প্রতিবারই সংস্কৃতি খাতে অবহেলার চিত্র দেখি। এই খাতে বাজেট বাড়াতে হবে। কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সেটা বুঝেও যেন না বোঝার ভান করেন।’

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়